মোটাদের বিদ্রুপ করা যাবে না ফেসবুকে

emoticonঢাকা: মোটা মানুষদের বিদ্রুপ করে কোনো আইকন ব্যবহার করা আর সমর্থন করবে না ফেসবুক। এ জন্য তারা ‘ফিলিং ফ্যাট’ নামের ইমোটিকন (ইমোশন আইকন) সরিয়ে নিয়েছে।

একদল অনলাইন অ্যাকটিভিস্টদের অভিযোগের পরিপ্রেক্ষিতে আইকনটি সরিয়ে ফেলেছে ফেসবুক। ওই অ্যাকটিভিস্টদের অভিযোগ, যারা ‘ইটিং ডিজঅর্ডারে ভুগছে’ তাদেরকে এই আইকনের মাধ্যমে বিদ্রুপ করা হচ্ছে।

চেঞ্জ ডট ওরজি (change.org) নামের একটি সংগঠন লিখিতভাবে ফেসবুককে এ ব্যাপারে অভিযোগ জানায়। একাজে সংগঠনটি ১৬ হাজার মানুষের কাছ থেকে অনলাইনে সমর্থন সংগ্রহ করে।

এ বিষয়ে ফেসবুকের এক মুখপাত্র বলেছেন, আমরা আমাদের কমিউনিটি থেকে জেনেছি যে, ‘ফিলিং ফ্যাট’ ইমোটিকন নেতিবাচক ধারণা তৈরি করেছে। বিশেষ করে যারা ইটিং ডিজঅর্ডার রোগে ভুগছে তাদেরকে নেতিবাচকভাবে উপস্থাপন করা হচ্ছে। তাই আইকনটি সরিয়ে দেয়া হলো।

মন্তব্য