ছাত্রলীগের ৩০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
ঢাকা : বাংলাদেশ ছাত্রলীগের ৩০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দিয়েছেন আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রাতেই তা ঘোষণা করা হবে।
ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন বাংলামেইলকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার সন্ধ্যায় ৩০১ সদস্য বিশিষ্ট এ কমিটি অনুমোদন হয়। কিছুক্ষণের মধ্যে তা মিডিয়া প্রকাশ করা হবে।
এর আগে ২০১৫ সালের ২৫ ও ২৬ জুলাই বাংলাদেশ ছাত্রলীগের ২৮তম জাতীয় সম্মেলনের মাধ্যমে সাইফুর রহমান সোহাগ সভাপতি ও জাকির হোসেনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে পাঁচ সদস্যবিশষ্ট ‘সুপার ফাইভ’ কমিটি ঘোষণা করা হয়।
‘সুপার ফাইভ’ কমিটির বাকি সদস্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি আজিজুল হক রানা, এক নম্বর যুগ্ম-সম্পাদক আসাদুজ্জামান নাদিম এবং সাংগঠনিক সম্পাদক মোবারক হোসেন।