ইফাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন সাকিব
ঢাকা : বিশ্বসেরা ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসান ইফাদ মাল্টিপ্রডাক্টস লিমিটেডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন। ১ মার্চ রাজধানীর বনানীর ১১ নং রোডে সাকিবের নিজস্ব প্রতিষ্ঠান সাকিব্স অলরাউন্ডার ডাইনিং-এ এ সংক্রান্ত একটি চুক্তি সাক্ষরিত হয়।
চুক্তি সাক্ষর অনুষ্ঠানে ইফাদ মাল্টিপ্রডাক্টস লিমিটেডের পক্ষে স্বাক্ষর করেন ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ।
সাকিব আল হাসান বলেছেন, ‘ইফাদ মাল্টিপ্রডাক্টস লিমিটেডের সাথে সম্পৃক্ত হতে পেরে আমি খুবই আনন্দিত।’
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইফাদ মাল্টিপ্রডাক্টস লিমিটেডের পরিচালক তাসফিন আহমেদসহ প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন ডিপার্টমেন্টের কর্মকর্তারা।
এ চুক্তির আওতায় ইফাদ মাল্টিপ্রডাক্টস লিমিটেডের বিভিন্ন পণ্যের প্রচার ও প্রসার ছাড়াও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে ইফাদ মাল্টিপ্রডাক্টস-এর সাথে অংশগ্রহণ করবেন সাকিব।