শুরু হলো তিনদিনব্যাপী আইসিটি এক্সপো

2016_03_03_12_04_54_iROxbHihLLY74MG1A2zkrs3rYdyUgg_original

ঢাকা: ‘মিট ডিজিটাল বাংলাদেশ’ স্লোগানে আজ সকাল থেকে দ্বিতীয় বারের মত  রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে তিনদিন ব্যাপী বাংলাদেশ আইসিটি এক্সপো ২০১৬। সরকারের আইসিটি ডিভিশন এবং বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) যৌথভাবে এই মেলার আয়োজন করেছে।

সকাল ১০ টা থেকে মেলা শুরু হলেও দুপুর তিনটায় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এসময় উপস্থিত থাকবেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, আইসিটি সচিব শ্যাম সুন্দর শিকদার, কম্পিউটার সমিতির সভাপতি এএইচএম মাহফুজুল আরিফ, মেলার প্লাটিনাম স্পন্সর মাইক্রোসফট বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সোনিয়া বশির, ডেলের কান্ট্রি ম্যানেজার আতিকুর রহমান এবং মেলার আহ্বায়ক নজরুল ইসলাম মিলনসহ অন্যান্যরা।

হার্ডওয়্যার শিল্পকে দেশীয় উদ্যোক্তা তৈরি ও বিদেশী বিনিয়োগ বাড়াতে এই মেলার আয়োজন করা হয়েছে।

এবারের মেলায় বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি), বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ ও কন্ট্রোলার অব সার্টিফায়িং অথোরিটি সহযোগী হিসেবে রয়েছে।

এছাড়াও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিস (বেসিস), ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি), বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কল সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বিএসিসিও) এক্সপো’র অংশীদার হিসেবে থাকছে।

এবারের মেলায় থাকছে ৫৯টি প্যাভেলিয়ন ও ৭০টি ছোট-বড় স্টল। মেলায় লোকাল ম্যানুফ্যাকচারার্স, প্রোডাক্ট শো-কেসিং, ইনোভেশন, মিট উইথ ইন্টারন্যাশনাল ম্যানুফ্যাকচারার্স, ডিজিটাল লাইফস্টাইল, মেগা সেল, বিজনেস টু বিজনেস ম্যাচমেকিং নিয়ে আটটি বিশেষায়িত অঞ্চলে ভাগ করা হয়েছে।

মেলাতে শিশুদের নিয়ে ডিজিটাল আর্ট কম্পিটিশনের আয়োজন করা হয়েছে। এছাড়াও মেলায় রয়েছে একটি ইনোভেশন জোন। সেখানে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবিত ড্রোন ও রোবট প্রদর্শন করবে।

মেলা চলাকালে স্থানীয় পর্যায়ে উৎপাদনের সম্ভাবনা ও চ্যালেঞ্জ, ক্লাউড কম্পিউটিং, শিক্ষায় তথ্যপ্রযুক্তি, ই-স্বাস্থ্যসেবা, ই-গর্ভনেন্স, আইটি এনাবল ও ট্রেড কর্মাসের সম্ভাবনা, তথ্য প্রযুক্তিতে মানবসম্পদের উন্নয়ন, ক্রস বর্ডার সাইবার ক্রাইম, ডিজিটাল নিরাপত্তা, ইন্টারনেট অব থিংস ইত্যাদি বিষয়ে ১৪টি সেমিনার অনুষ্ঠিত হবে।

যুক্তরাষ্ট্র, চীন, মালয়েশিয়া, ফিলিপাইন, ভারত, সিঙ্গাপুরসহ ১০টির বেশি দেশের তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ, প্রকৌশলী, প্রোগ্রামাররা সেমিনারে প্রবন্ধ পাঠ ও আলোচনায় অংশ নেবেন। ২০টির বেশি আন্তর্জাতিক ব্র্যান্ডের পাশাপাশি দেশীয় শতাধিক তথ্য প্রযুক্তি প্রতিষ্ঠান, সংগঠন ও ২০টির বেশি মন্ত্রণালয়, বিভাগ ও অধিদফতর প্রদর্শনীতে অংশ নিয়েছে।

মেলায় প্রবেশের জন্য কোনো ফি লাগবে না। সবার জন্য মেলাটি উন্মুক্ত। মেলা প্রাঙ্গনে প্রবেশ করেই বিনামূল্যে ব্যবহার করা যাবে উচ্চগতির ইন্টারনেট। প্রদর্শনী উপভোগে প্রতিবন্ধী ও অটিস্টিক শিশুদের বিশেষ সহায়তা করা হবে। থাকবে কঠোর নিরাপত্তা।

তথ্যপ্রযুক্তি খাতে বিশেষ অবদানের জন্য প্রদর্শনী উপলক্ষে লোকাল ম্যানুফ্যাকচারিং অ্যাওয়ার্ড, ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ড, বেস্ট টেকনোলজি প্রোডাক্ট অ্যাওয়ার্ড, বেস্ট ইনোভেশন অ্যাওয়ার্ডসহ বিভিন্ন ধরনের অ্যাওয়ার্ড ও সম্মাননা দেওয়া হবে।

মন্তব্য