কাউন্সিলের মধ্য দিয়ে ফিনিক্স পাখির মতো জেগে উঠবে বিএনপি
ঢাকা : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘সরকারের অত্যাচার-নির্যাতনে অতিষ্ঠ দেশবাসী মুক্তির জন্য বিএনপির শীর্ষ নেতৃত্বের দিকে তাকিয়ে আছে। বিএনপিও আসন্ন কাউন্সিলের মধ্য দিয়ে সারা দেশে ফিনিক্স পাখির মতো জেগে উঠবে।’
শুক্রবার বিকেলে রাজধানীর কাফরুলে আব্দুল হালিম ফাউন্ডেশন উচ্চ বিদ্যালয় মাঠে এক কুলখানি ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ফখরুল।
তিনি বলেন, ‘সারা দেশে বিএনপির নেতাকর্মীদের হত্যা-গুম-পঙ্গু করা হয়েছে। তবুও তারা হতাশ নয়। বরং নতুন চেতনা ও সাহস নিয়ে পুনরায় সংগঠিত হচ্ছে তারা।’
কাফরুল থানা বিএনপির আহ্বায়ক ও ঢাকা মহানগরের সদস্য আলী আজগর মাতবরের রুহের মাগফেরাত কামনায় থানা বিএনপি ও অঙ্গ সংগঠন এ দোয়া মাহফিলের আয়োজন করে।
মির্জা ফখরুল বলেন, ‘বাংলাদেশে এখন রাজনীতি বলতে কিছু নেই। মানুষের অধিকারগুলো ছিনিয়ে নেয়া হয়েছে। মানুষ কথা বলতে পারে না। বিরোধী দলগুলোকে সভা-সমাবেশ করতে দেয়া হয় না। এমন পরিস্থিতিতে দেশ চলছে। শুধু একটি দলের (আওয়ামী লীগ) পরিচালনায় ও শাসনে দেশ চলছে।’
তিনি আরো বলেন, ‘আওয়ামী লীগ জনবিছিন্ন হয়ে গেছে। জনগণের ওপর তাদের যেমন আস্থা ও বিশ্বাস নেই, তেমনি জনগণের সঙ্গে তাদের কোনো সম্পর্কও নেই। তামাশা ও প্রহসন করে ক্ষমতায় টিকে থাকতে চায় তারা।’
আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অবাধ ও সুষ্ঠু হওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করে বিএনপির এ মুখপাত্র বলেন, ‘সরকার ৫ জানুয়ারির ভোটারবিহীন নির্বাচনের পর সিটি করপোরেশন, উপজেলা ও পৌর নির্বাচনসহ সব নির্বাচনে ভোট ডাকাতি করে জনগণের অধিকার কেড়ে নিয়েছে। ওইসব নির্বাচন তামাশায় পরিণত হয়েছে। এখন ইউনিয়ন পরিষদ নির্বাচনও তামাশায় পরিণত হবে। জোর করে বিএনপির প্রার্থীদের বিজয় ছিনিয়ে নেয়া হবে।’
কাফরুল থানা বিএনপির সদস্য সচিব মোয়াজ্জেম হোসেন মতির সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরো বক্তব্য দেন- বিএনপির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আবুল খায়ের ভূঁইয়া, অর্থনৈতিক বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, যুববিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ঢাকা মহানগরের যুগ্ম আহ্বায়ক কাজী আবুল বাশার প্রমুখ।