ভোটযুদ্ধে আদিবাসী বন্দনা

adibasi

শেরপুর: নারীরা আজ কোনো ক্ষেত্রেই পুরুষের চেয়ে পিছিয়ে নেই। আকাশ সমান স্বপ্ন নিয়ে তারা সারা পৃথিবী চষে বেড়াচ্ছেন। নিজেদের যোগ্যতা বলেই নিজেদের অবস্থান শক্ত করছেন। ওই সব নারীর মধ্যে অন্যতম একজন হলেন, শেরপুর জেলার আদিবাসী নারী বন্দনা চাম্বুগং।(৩৬)।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বন্দনা চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নারী নেতৃত্বের সাহসিকতা প্রমাণ করতেই নির্বাচনের মাঠে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করছেন তিনি। ইতোমধ্যে সব প্রতিকূলতাকে পেছনে ফেলে এগিয়ে চলেছেন।

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ১ নং পোড়াগাঁও ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে নৌকা প্রতীকে নির্বাচন করছেন বন্দনা। উপজেলার ইতিহাসে তিনিই প্রথম নারী চেয়ারম্যান প্রার্থী। পোড়াগাঁও ইউনিয়নের আন্ধারূপাড়া গ্রামের রিপন চিরানের স্ত্রী বন্দনা চাম্বুগং বর্তমানে ওই ইউনিয়ন আওয়ামী লীগেরও সভাপতি। তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান চেয়ারম্যানসহ আরও তিন প্রার্থী। তারা সবাই পুরুষ। পুরুষদের সঙ্গে সমানতালে ভোটযুদ্ধ চালিয়ে যাচ্ছেন আদিবাসী নারী বন্দনা।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, আগামী ২২ মার্চ প্রথম দফার ইউপি নির্বাচনে নালিতাবাড়ীর ১২ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। ১নং পোড়াগাঁও ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী হয়েছেন আদিবাসী নারী বন্দনা চাম্বুগং। বন্দনার সঙ্গে এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান চেয়ারম্যান আজাদ মিয়া, বিএনপির দলীয় প্রার্থী ওমর ফারুক এবং বিএনপির বিদ্রোহী প্রার্থী সাবেক চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক।

শেষ মুহূর্তের প্রচারণায় ভোট প্রার্থনা করে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন প্রার্থীরা। কিন্ত সব প্রার্থীর মধ্যে নারী প্রার্থী বন্দনা চাম্বুগং এর আলোচনা সর্বত্র।

শেকেরকুড়া গ্রামের ভোটার আব্দুল মতিন (৩৮) বলেন, নির্বাচনী মাঠে বন্দনা বেশ এগিয়ে রয়েছেন। বাতকুচি গ্রামের মুক্তিযোদ্ধা মোবারক আলী (৫৫) বলেন, বর্তমান সরকারের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে ও একজন উপজাতি নারীকে বিজয়ী করে নারী নেতৃত্বকে এগিয়ে নিতে চাই। তাকে বিজয়ী করে পোড়াগাঁও ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমরা উপহার দিতে চাই।

পূর্ব সমেশ্চুড়া গ্রামের নারী ভোটার ফিরোজা বেগম (৪৫) বলেন, আমরা আমগরে ইউনিয়নে একজন মহিলা চেরম্যান (চেয়ারম্যান) পারথী পাইছি। ইবার আমরা হেরেই ভোট দিমু।

বন্দনা চাম্বুগং বলেন, ‘এ সরকার নারীর ক্ষমতায়নে যে বিশ্বাসী এর প্রমাণ হলো আমার মতো সাধারণ নারীকে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ দেয়া। জয়ী হলে আমি এলাকার অসহায় মানুষের অধিকারসহ স্বাস্থ্য ও যোগাযোগের উন্নয়নে কাজ করব।’

এক প্রশ্নের জবাবে আত্মবিশ্বাসী বন্দনা চাম্বুগং বলেন, ১৫ বছর এই এলাকায় ওয়ার্ল্ড ভিশনের স্বাস্থ্যকর্মী হিসেবে কাজ করেছি। এলাকার মানুষের স্বার্থে সত্য এবং ন্যায়ের কথা বলেছি। তাই এলাকার মানুষ আমাকে ভালোবাসে। দলের নেতাকর্মীরাও এবার ঐক্যবদ্ধ। সাধারণ মানুষও যোগ্য দেখেই ভোট দেবেন। তাই জয়ের ব্যাপারে আমি আশাবাদী। এজন্য আমি সবার সহযোগিতা কামনা করি।

নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ফজলুল হক বলেন, নারীর ক্ষমতায়ন ও নারী নেতৃত্বকে প্রাধান্য দিতে ও যোগ্য প্রার্থী হিসেবে বন্দনা চাম্বুগংকে দলীয় মনোনয়ন দেয়া হয়েছে। নারী নেতৃত্বকে সামনে এগিয়ে নিতেই দলের এ রকম সিদ্ধান্ত বলে উল্লেখ করে তিনি বলেন, উপজেলায় এই প্রথম ইউপি চেয়ারম্যান পদে কোনো নারীকে মনোনয়ন দেয়া হয়েছে। আশা করি তিনি বিজয়ী হয়ে সারাদেশে একটি মডেল তৈরি করবেন।

সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, ১নং পোড়াগাঁও ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪ জন, সদস্য পদে ৩০ জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ইউনিয়নে মোট ভোটারের সংখ্যা ১০ হাজার ৭৭ জন। নালিতাবাড়ী উপজেলার ১২ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫৩ জন, সদস্য পদে ৩৬৩ জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে ১১৩ জনসহ সর্বমোট ৫২৯ জন প্রার্থীর শেষ মুহূর্তের প্রচারণায় মুখরিত হয়ে উঠেছে এই গারো পাহাড়ের পাদদেশের জনপদ। আগামী ২২ মার্চ এসব ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

মন্তব্য