নতুন অতিথির জন্য অপেক্ষা করছি: ন্যানসি

nancy

ঢাকা: মা হচ্ছেন সঙ্গীতশিল্পী ন্যানসি। বিষয়টি নিশ্চিত করে বাংলামেইলকে জানালেন, ‘নতুন অতিথি আসছে। তার জন্য আমি অপেক্ষা করছি। সুস্থভাবে ও পৃথিবীতে আসুক-এটাই কামনা করি। সবাই তার জন্য দোয়া করি।’

সন্তানের আগমনে কাজ থেকে সাময়িক বিরতি নিচ্ছেন কিনা? ন্যানসি জানালেন, ‘নাহ! বিরতি নেয়ার কোন প্রশ্নই আসেনা। আমি কাজ চালিয়ে যাবো।’

এর আগে ন্যানসির ঘরের সন্তান নায়লা ও রোদেলা নামে আরও দুই সন্তান আছে।

উল্লেখ্য, সম্প্রতি প্রকাশ পেয়েছে ন্যানসির নতুন অ্যালবাম ‘ভালোবাসো বলেই’। জিপি মিউজিক থেকে বের হওয়া  অ্যালবামটি শিগগিরই সিডি আকারে বাজারে আসবে।

মন্তব্য