জাতিসংঘ মহাসচিব পদে প্রার্থী হচ্ছেন হেলেন ক্লার্ক
ঢাকা: জাতিসংঘ মহাসচিব পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী হেলেন ক্লার্ক। তিনি বর্তমানে সংস্থাটির উন্নয়ন কর্মসূচির নেতৃত্ব দিচ্ছেন।
হেলেন ক্লার্ক সংস্থাটির ওই পদে নির্বাচিত হতে পারলে তিনিই হবেন জাতিসংঘের প্রথম নারী মহাসচিব। জাতিসংঘের বর্তমান মহাসচিব বান কি মুনের মেয়াদ এ বছরের ডিসেম্বরে শেষ হবার কথা রয়েছে। এরপরই শুরু হবে নতুন মহাসচিব নিয়োগের তোড়জোড়।
সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সোমবার নিজের প্রার্থী হওয়ার কথা ঘোষণা করেছেন হেলেন ক্লার্ক। বিবিসি’কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, সংস্থাটির মহাসচিব নির্বাচিত হলে তিনি জার্মানি, জাপান, ব্রাজিল ও ভারতকে স্থায়ী সদস্য পদ দেয়ার চেষ্টা করবেন। এজন্য তিনি নিরাপত্তা পরিষদের সংস্কার করারও উদ্যোগ নেবেন।
তিনি আরো মনে করেন, একুশ শতকের বাস্তবতা মাথায় রেখে আফ্রিকার দুটি দেশকেও নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্য পদ দেয়া যেতে পারে। এ সম্পর্কে তার যুক্তি হচ্ছে, ‘১৯৪৫ সালের ভৌগলিক ও রাজনৈতিক বাস্তবতা মাথায় রেখে প্রতিষ্ঠিত হয়েছিল নিরাপত্তা পরিষদ। কিন্তু আমরা এখন একবিংশ শতাব্দীতে বসবাস করছি। তাই আমি সংস্থাটিতে সময়ের প্রতিফলন দেখতে আগ্রহী।’
হেলেন ছাড়াও আরো তিন নারী জাতিসংঘের প্রথম নারী মহাসচিব হতে আগ্রহ প্রকাশ করেছেন। এদের অন্যতম হচ্ছেন ইউনেস্কো প্রধান ইরিনা বোকোভা। তিনি বুলগেরিয়ার নাগরিক।