প্রক্টরের পদত্যাগ দাবিতে জাবিতে সর্বাত্মক ধর্মঘট
ঢাকা : দায়িত্বে অবহেলা ও পরোক্ষ মদদে শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রক্টর অধ্যাপক তপন কুমার সাহার পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের ডাকে সর্বাত্মক ধর্মঘট চলছে। তবে নিয়মিত পরীক্ষা ধর্মঘটের আওতামুক্ত আছে।
বুধবার (২৭ এপ্রিল) প্রগতিশীল ছাত্রজোট ও সাম্রাজ্যবাদবিরোধী ছাত্র ঐক্যের ব্যানারে শিক্ষার্থীরা এ ধর্মঘট পালন করছেন।
ধর্মঘটের সমর্থনে ভোর ৬টায় মিছিল নিয়ে ট্রান্সপোর্ট চত্বর ঘেরাও করে বিশ্ববিদ্যালয় থেকে ছেড়ে যাওয়া সকল বাস চলাচল বন্ধ করে দেয়।
এ ব্যাপারে জাবি সাংস্কৃতিক জোটের সভাপতি জোবায়ের টিপু বাংলামেইলকে বলেছেন, ‘প্রক্টর যদি পদত্যাগ না করে তা হলে ধর্মঘট চলবে। আমরা এরপর প্রতিটি বিভাগের সামনে অবস্থান নিয়ে ধর্মঘট পালন করব।’
গত সোমবার (২৫ এপ্রিল) সকাল ৯টার দিকে ছাত্রজোটের ডাকে ঢাকা-আরিচা মহাসড়কে হরতাল পালনকালে পুলিশ ছাত্রদের ওপর লাঠিচার্জ ও ১২ ছাত্রকে গ্রেপ্তার করে।
প্রক্টরের নির্দেশে এ হামলা ও গ্রেপ্তার হয়েছে এ অভিযোগ তুলে তারা ওইদিন বেলা সাড়ে ১০টা থেকে প্রশাসনিক ভবন ঘেরাও করে রাখে। পরে প্রক্টরের পদত্যাগের দাবিতে তারা গতকাল মঙ্গলবার বিক্ষোভ মিছিল ও প্রশাসনিক ভবন ঘেরাও করে এবং উপাচার্যকে স্মারকলিপি দেয়।