আ.লীগ-স্বতন্ত্র প্রার্থীর সংঘর্ষ, গুলিবিদ্ধ ৪
ফেনী : জেলার ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়নের জগন্নাথ সোনাপুর ভোটকেন্দ্রে আওয়ামী লীগ ও বিদ্রোহ প্রার্থীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় চারজন গুলিবিদ্ধ হয়।
শনিবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, ভোট শুরু ঘণ্টাখানেক পর জালভোট দেয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থিত আজিজুল হক মানিক স্বতন্ত্র প্রার্থী আজিজুল হকের কর্মী-সমর্থকদের মারধর করে। এ সময় উভয় পক্ষ সংঘাতে জড়িয়ে পড়লে স্বতন্ত্র প্রার্থীর চারজন গুলিবিদ্ধ হয়।
এই কেন্দ্রে শুরুর আগেই সিল দেয়ায় তিনশ ব্যালট পেপার বাতিল করেছে নির্বাহী কর্মকর্তা। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি মোতায়েন করা হয়েছে।
এদিকে, একই উপজেলার গোপাল ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থীকে মারধর করেছে সরকাল দলীয় সমর্থকরা। ওই ইউনিয়নের নিজকুঞ্জরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জালভোট দেয়ার অভিযোগে জুলফিকার আলী নামে একজনকে একমাসের সাজা দিয়েছে নির্বাহী ম্যাজিস্টেট।
বাংলামেইল২৪ডটকম/এমএস