পুনেকে হারিয়ে শীর্ষে মুস্তাফিজের হায়দরাবাদ
ঢাকা: রোমাঞ্চকর ম্যাচে মহেন্দ্র সিং ধোনির রাইজিং পুনে সুপার জায়ান্টসকে ৪ রানে হারিয়ে পয়েন্ট টেবিলে শীর্ষে উঠে গেছে মুস্তাফিজুর রহমানের সানরাইজার্স হায়দরাবাদ। মঙ্গলবার রাতে পুনের ব্যাটসম্যানরা যেন পণ করেই নেমেছিলেন আর যাই হোক মুস্তাফিজকে উইকেট দেওয়া যাবে না। কিন্তু তাকে নিয়ে বেশি মাথা ঘামাতে গিয়ে আসল কাজ করে দিয়েছেন আশিস নেহরা, ভুবনেশ্বর কুমার ও বারিন্দ্রর স্রানরা।
আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে হায়দরাবাদ স্কোরবোর্ডে জমা করে ১৩৭ রান। জবাবে পুনে আটকে যায় ১৩৩ রানে। ৪ রানে জিতে ১০ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে হায়দরাবাদ। ১১ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ধোনির দলের অবস্থান সাত নম্বরে। এই পরাজয়ে কার্যত পুনের প্লে-অফের স্বপ্ন শেষই হয়ে গেল।
১৩৭ রান তাড়া করতে নামা পুনেকে শুরুতেই চেপে ধরেন হায়দরাবাদের বোলাররা। স্কোরবোর্ডে কোনও রান জমা পড়তেই ভুবনেশ্বরের শিকারে পরিণত হন আজিঙ্কা রাহানে। মাঝে জর্জ বেইলি (৪০ বলে ৩৪), অশ্বিন (২৫ বলে ২৯) এবং ধোনি ২০ বলে এক চার, দুই ছক্কায় ৩০ রান করে চেষ্টা করেছিলেন পুনেকে জয়ের বন্দরে নিয়ে যেতে। কিন্তু নেহরা-মুস্তাফিজদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে পেরে উঠতে পারেননি পুণের ব্যাটসম্যানরা। ২০ ওভারে ৮ উইকেটে হারিয়ে তাদের থামতে হয়েছে ১৩৩ রানে। ২৯ রানে ৩ উইকেট নিয়ে হায়দরাবাদের সবচেয়ে সফল বোলার নেহরা। ১টি করে উইকেট নিয়েছেন ভুবনেশ্বর, হেনরিকুইস এবং স্রান। ৪ ওভারে ২৬ রান দিয়ে কোন উইকেট পাননি মুস্তাফিজুর।
এরআগে বিশাখাপত্তমে টস জিতে ব্যাটিং বেছে নেন হায়দরাবাদ অধিনায়ক ওয়ার্নার। কিন্তু স্কোরবোর্ডে ১৮ রান তুলতেই অধিনায়ককে হারিয়ে ধাক্কা খায় হায়দরাবাদ। এবারের আইপিএলে দুর্দান্ত পারফর্ম করা ওয়ার্নার ফিরে যান মাত্র ১১ রান করে। আরেক ওপেনার শিখর ধাওয়ান রয়েসয়ে সেট হয়েও বড় ইনিংস খেলতে ব্যর্থ হয়েছে। দলীয় ৬৪ রানে ব্যক্তিগত ৩৩ রানে তাকে ফেরান রবিচন্দ্র অশ্বিন। ধাওয়ান এই রান করেছেন ২৭ বলে দুই চার-ছক্কায়।
যুবরাজও সময় নিয়ে সেট হওয়ার পর আউট হয়ে গেছেন অ্যাডাম জামপাকে তুলে মারতে গিয়ে। তার আগে থিসারা পেরেরাকে পরপর দুই বলে ছক্কা মারেন যুবি। ২১ বলে ২৩ রান আসে তার ব্যাট থেকে। নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসনও অনেক সময় ধরে উইকেটে থেকেও বড় স্কোরের দেখা পাননি। ব্যক্তিগত ৩২ রানে তাকে ফিরিয়েছেন জামপা। উইলিয়ামসন এই রান করতে খেলেছেন ৩৭ বল। শেষের দিকে ৫ বলে দুই ছক্কায় দীপক হুদা ১৪ রান করলে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে হায়দরাবাদ ১৩৭ রানের পুঁজি পায়।
হায়দরাবাদের ৮ উইকেটের ৬টিই নিয়েছেন অসি স্পিনার জামপা। ৪ ওভার বল করে এজন্য তাকে খরচ করতে হয়েছে ১৯ রান। বাকিদের মধ্যে অশ্বিন ১৬ ও আর পি সিং ২৩ রান দিয়ে পেয়েছেন ১টি করে উইকেট। পরাজিত দলে থেকেও অনবদ্য বোলিংয়ের পুরস্কার জামপা পেয়েছেন ম্যাচসেরা হয়ে।