জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন ভবনে আগুন
জবি : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাত তলা নতুন একাডেমিক ভবনের ষষ্ঠ তলায় অগ্নিকাণ্ড ঘটেছে। মঙ্গলবার সকাল সোয়া ৮টার দিকে ওই ভবনে আগুন লাগে। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে।
ওই ভবনে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, ব্যবসায় শিক্ষা অনুষদসহ বেশ কয়েকটি বিভাগের শিক্ষা কার্যক্রম চলে। ভবনের ষষ্ঠ থেকে তৃতীয় তলা পর্যন্ত ধোঁয়া ছড়িয়ে পড়লে আতঙ্ক তৈরি হয়। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।
খবর পেয়ে সদরঘাট ও গুলিস্তান থেকে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় ৪০ মিনিট পর আগুন নিয়ন্ত্রণে আনে বলে ফায়ার সার্ভিসের উপ পরিচালক মো. সালেহ জানিয়েছেন।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা পলাশ চন্দ্র মোদক গণমাধ্যমকে বলেন, ‘বাথরুমের পাশে ফাঁকা জায়গায় জমিয়ে রাখা ময়লা আবর্জনার মধ্যে আগুন লাগে। পরে ধোঁয়া ছড়িয়ে পড়ে।’