জাতিতে জাতিতে আজ ধ্বংসাত্মক প্রতিযোগিতায় মানব জাতি

2016_02_02_17_09_47_SmQ1N7E22Zy5j4JFwbwkleHuLDgLrw_original

ঢাকা : শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সকল বৌদ্ধ ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

শুক্রবার বিকেলে গণমাধ্যমে দেয়া এক বাণীতে খালেদা জিয়া বলেন, যুগে যুগে মহামানবেরা পথভ্রষ্ট মানুষকে সত্যের আলো দেখিয়েছেন, চিনিয়েছেন কল্যাণের পথ। সকল প্রতিবন্ধকতা ও প্রতিকূলতার মধ্যেও শুভ্রদীপ্ত সত্য ও ন্যায়ের পথে গৌতম বুদ্ধ মানুষকে আহ্বান করেছেন। ‘হিংসা দিয়ে হিংসার ধ্বংস নয়’- সে কারণেই শরণ নিতে হয় অহিংসার মহামতি বুদ্ধের এ বাণীর, যা আজও মানব জাতির জন্য সমানভাবে প্রযোজ্য।

তিনি আরো বলেন, জাতিতে জাতিতে ধ্বংসাত্মক প্রতিযোগিতায় মানব জাতি আজ যখন ছিন্নভিন্ন, মানুষ যখন অহংকার, হিংসা আর গ্লানির মিশ্র জীবনযাপন করছে, তখন মহামতি গৌতম বুদ্ধের অহিংসা, মানব প্রেম ও শান্তির বাণী বিশ্ববাসীকে দেখাতে পারে মহামিলনের পথ। মহামতি গৌতম বুদ্ধ নিজের জীবন গড়ে তুলেছিলেন কঠোর তপশ্চচর্যা, কৃচ্ছ্সাধন এবং আনন্দরূপ বিনম্রতায় এক মহৎ জীবনবীক্ষা ও আত্মশক্তি- যা আদর্শ হিসেবে আজও মানবজাতির জন্য মানবিক সমৃদ্ধির এক অনুকরণীয় কর্মযজ্ঞ।

সাবেক এ প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। পরস্পরের মধ্যে প্রীতি ও শুভেচ্ছাবোধ আমাদের সোনালী ঐতিহ্য। বাংলাদেশে সকল ধর্মের অনুসারীরা পারস্পরিক সৌহার্দ্যের বন্ধনে আবদ্ধ। আমরা ধর্মীয় সংখ্যাগুরু ও সংখ্যালঘু বিভাজনে বিশ্বাস করি না। আমরা সবাই বাংলাদেশি।

এ প্রসঙ্গে তিনি আরো বলেন, বাংলাদেশি জাতীয়তাবাদী দর্শনেই এ দেশের সকল বর্ণ ও ধর্মীয় সম্প্রদায় ও নৃগোষ্ঠীগুলোর সম্মিলিত আকাঙ্ক্ষার স্ফূরণ ঘটে। ধর্মীয় সম্প্রীতি এবং সকল ধর্মের মর্যাদা রক্ষায় আমরা সব সময়ই সচেষ্ট থেকেছি এবং আগামীতেও সে প্রয়াস অব্যাহত থাকবে।

বাণীতে বুদ্ধ পূর্ণিমার সকল আনুষ্ঠানিকতার সার্বিক সাফল্য কামনা করেন বিএনপির চেয়ারপারসন।

মন্তব্য