ঘূর্ণিঝড় রোয়ানু: বুধবার ভোলায় যাচ্ছেন ত্রাণমন্ত্রী
ভোলা: ঘূর্ণিঝড় বিধ্বস্ত এলাকা পরিদর্শন এবং ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণে ভোলায় আসছেন ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। আগামী বুধবার (২৫ মে) একদিনের সংক্ষিপ্ত সফরে তিনি ভোলায় আসছেন।
এ সময় তিনি ক্ষতিগ্রস্ত সদর উপজেলা, তজুমদ্দিন, দৌলতখানসহ বেশ কিছু এলাকায় ত্রাণ বিতরণ করবেন। পরে তিনি উপজেলা ত্রাণ ও দুর্যোগ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন।
মঙ্গলবার সকালে ভোলার জেলা প্রশাসক মো. সেলি উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে ত্রাণমন্ত্রীর আগমন উপলক্ষে জেলা প্রশাসনের পক্ষ থেকে নানা প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ত্রাণমন্ত্রী ভোলায় এসে ক্ষতিগ্রস্তদের সাহয্য দেবেন এমন অপেক্ষায় দিন গুনছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো।