সেনবাগে ব্যালট ছিনতাইয়ের ঘটনায় ভোটগ্রহণ স্থগিত
নোয়াখালী : জেলার ভোট শুরুর আগেই ব্যালট ছিনতাইয়ের ঘটনায় একটি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।
শনিবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে সেনবাগ উপজেলার কালারায় চাঁদ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
ভোট গ্রহণের আধাঘণ্টা আগে কয়েকজন যুবক কেন্দ্রে ঢুকে ব্যালটপেপার ছিনিয়ে নেয়। এ কারণে তাই এই কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। কারা করেছে এবং জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানান জেলা নির্বাচন কর্মকর্তা মো. মনির হোসেন।
ইউপি নির্বাচনের পঞ্চম ধাপে নোয়াখালীর বেগমগঞ্জ ও সেনবাগ উপজেলার ২৫টি ইউনিয়নে ভোটগ্রহণ চলছে। এরমধ্যে বেগমগঞ্জে ১৬টি এবং সেনবাগে রয়েছে ৯টি ইউনিয়ন।