প্রেমের ফাঁদে ফেলে যৌনপল্লীতে বিক্রি, ৩ কিশোরী উদ্ধার

2015_12_04_13_49_49_ETxv7NnBoJ1R0FwTmXflnt9rftQBjH_original

ঢাকা: মোবাইল ফোনে প্রেমের ফাঁদে ফেলে কিশোরীদের কৌশলে অপহরণ। পরে মোটা অংকের অর্থের বিনিময়ে বিক্রি করা হচ্ছে পতিতালয়ে। এমনই একটি চক্রের ৬ সদস্যকে আটক করেছে র‌্যাব-১। এসময় অপহৃত তিন কিশোরীকেও উদ্ধার করা হয়।

সোমবার ভোরের দিকে অপহৃত ৩ কিশোরীকে টঙ্গী ও ময়মনসিংহের গাংগিরা পাড়া থেকে উদ্ধার করে র‌্যাব-১। তথ্যটি নিশ্চিত করেন র‌্যাব ১ এর উপ অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল সোয়াইব।

র‌্যাবের হাতে আটককৃতরা হলেন, অপহরণচক্রের প্রধান লিটন (৩০), তার স্ত্রী স্বপ্না (২২), মাসুদ (৩৮), রবিউল (৪০), শামীম (২৮) ও মাহবুব (২৪)।

মন্তব্য