আলমগীর হত্যা মামলায় ৪ জনের ফাঁসির আদেশ
কুষ্টিয়া: কুষ্টিয়ায় ব্যবসায়ী আলমগীর হোসেন হত্যা মামলায় ৪ আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এ সময় দণ্ডপ্রাপ্ত তিন আসামি আদালতে উপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক রেজা মো. আলমগীর হাসান এক জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- মো. হাসান ওরফে মাইকেল, সালমান, রাহাতুজ্জামান ও নিশিকান্ত ঘোষ (পলাতক)।
মামলার বিবরণে জানা যায়, ২০১৩ সালের ১৯ জানুয়ারি কুষ্টিয়া শহরের নবাব সিরাজউদ্দৌলা সড়কে (এনএস রোড) আলমগীর হোসেন নামে এক জুতা ব্যবসায়ীকে নিজ বাড়িতে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। পরে দুর্বৃত্তরা আলমগীরের লাশ ওই বাড়িতে রেখে বাইরে থেকে দরজায় তালা দিয়ে চলে যায়। পরদিন সকালে তালা ভেঙে আলমগীরের লাশ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় আলমগীরের ভাই জাহাঙ্গীর আলম বাদী হয়ে কুষ্টিয়া সদর থানায় অজ্ঞাত ব্যক্তিদের নামে হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশি তদন্তে ৪ দুর্বৃত্তের নাম বেরিয়ে আসে। এর মধ্যে পুলিশ কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়া এলাকার হারুনের ছেলে মো. হাসান ওরফে মাইকেল, একই এলাকার বশির আহমেদের ছেলে সালমান, শহরের রাজারহাট এলাকার আব্দুর রহিমের ছেলে রাহাতুজ্জামানকে গ্রেপ্তার করে। এছাড়া অপর আসামি ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার ভবানী পুর গ্রামের কেষ্ট ঘোষের ছেলে নিশিকান্ত ঘোষ ঘটনার পর থেকে পলাতক।
পরে পুলিশ এ চার জনের নামে আদালতে অভিযোগপত্র দেয়। এ মামলায় সাক্ষ্য গ্রহণ ও যুক্তিতর্ক শেষে আদালত ৪ আসামিকে মৃত্যুদণ্ড দেন।
মামলার রায়ে নিহত আলমগীরের ভাই ও মামলার বাদী জাহাঙ্গীর আলম সন্তুষ্টি প্রকাশ করেছেন। তিনি দ্রুত এ মামলার রায় কার্যকর করার দাবি জানান।