ঢাকায় নাইজেরিয়ার নাগরিকসহ নারী হ্যাকার আটক

2016_06_09_12_18_51_oaY2DDkpbbE5qXcE1MHFCPWrfupu9g_original

ঢাকা : রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে ই-মেইল অ্যাকাউন্ট হ্যাকিং চক্রের দুই সদস্যকে আটক করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম (সিটি) ইউনিট।

আটকদের মধ্যে রয়েছেন নাইজেরিয়ান নাগরিক কিংসলে লিভিং স্টোন ও বাংলাদেশি নাগরিক সোনিয়া শারমিন। এর আগেও একবার প্রতারণার অভিযোগে সোনিয়া শারমিন গ্রেপ্তার হয়েছিলেন।

বৃহস্পতিবার (৯ জুন) সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখায় আয়োজিত সংবাদ সম্মেলনে সিটির প্রধান মনিরুল ইসলাম এসব তথ্য জানান।

তিনি আরো জানান, বুধবার রাত ৯টার দিকে ভাটারা থানার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাদের দুজনকে আটক করা হয়। এদের মূল টার্গেট ই-মেইল অ্যাকাউন্ট হ্যাক করে ব্যাংকের তথ্যাদি পরিবর্তন করে টাকা হাতিয়ে নেয়া।

মন্তব্য