পুনর্বাসন প্রক্রিয়া শুরু মুস্তাফিজের
ঢাকা: আইপিএলে খেলতে প্রায় দুই মাস ভারতে ছিলেন মুস্তাফিজুর রহমান। টি২০-এর জমজমাট আসর জমিয়ে দিয়েছিলেন তিনি। কাটার-স্লোয়ার-ইয়র্কারের সঠিক প্রয়োগ করে নিজেকে দারুণভাবে উপস্থাপন করেন বাংলাদেশের এই তারকা ক্রিকেটার। সানরাইজার্স হায়দরাবাদকে চ্যাম্পিয়ন করেই দেশে ফেরেন তিনি।
আইপিএল শেষে বিশ্রামের জন্য সাতক্ষীরায় ছুটে যান মুস্তাফিজ। পরিবারের সঙ্গে সময় কাটিয়ে বুধবার ঢাকায় ফিরেছেন তিনি। আজ বৃহস্পতিবার পুনর্বাসন প্রক্রিয়া শুরু হয়েছে ২০ বছর বয়সী এই পেসারের। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুই থেকে তিন সপ্তাহ ধরে চলবে এই প্রক্রিয়া!
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফিজিও-চিকিৎসকেরা জানিয়েছেন, মুস্তাফিজের সুস্থ হতে সর্বনিম্ন ৮ থেকে ১০ দিন ও সর্বোচ্চ তিন সপ্তাহ সময় লাগতে পারে। তাই কাউন্টি খেলতে যাওয়াটা কিছুটা সময়ের ব্যাপার হতে পারে তার জন্য।
গত কয়েক মাস ধরেই হ্যামেস্ট্রিং ইনজুরিতে ভুগছেন মুস্তাফিজ। এর জন্য এশিয়া কাপ, টি২০ বিশ্বকাপ ও আইপিএলের ম্যাচ মিস করেছেন তিনি। বিসিবির প্রত্যাশা, পুরোপুরি ফিট হয়েই সাসেক্সের হয়ে খেলতে যাবেন কাটার মাস্টার। নইলে বড় কোনো চোট তাকে পেয়ে বসতে পারে।