রমজানে মাংসের দাম বেঁধে দিলেন মেয়র
ঢাকা: আসন্ন রমজানে গরু, মহিষ ও ছাগলের মাংসের দাম নির্ধারণ করে দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
বৃহস্পতিবার ব্যবসায়ীদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ বিষয়ে সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত অনুযায়ী, রমজানে কেজি প্রতি দেশি গরুর মাংস ৪২০ টাকা, খাসির মাংস ৫৭০ টাকা, ভেড়া ও ছাগীর মাংস ৪৭০ টাকা এবং মহিষের মাংস ৪০০ টাকা দরে বিক্রি করতে রাজি হয়েছেন ব্যবসায়ীরা।
রমজানে মাংসের দাম স্থিতিশীল রাখাসহ রাসায়নিকবিহীন ফল, বিশুদ্ধ খাবার বিক্রয়, পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা ইত্যাদি বিষয়ে মাংস ব্যবসায়ী, হোটেল/রেস্তোরাঁ, ফল ব্যবসায়ী নেতাদের সঙ্গে নগর ভবনে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। মেয়র মোহাম্মদ সাঈদ খোকন এতে সভাপতিত্ব করেন।
সভায় মেয়র রমজান মাসে স্বল্প লাভে ধর্মপ্রাণ মুসল্লিদের খেদমতে সঠিক ওজনে দোকানে মূল্য তালিকা টাঙিয়ে মাংসসহ অন্যান্য পণ্য বিক্রির জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান। নির্ধারিত দরের চেয়ে বেশি দামে বিক্রি করলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও ব্যবসায়ীদের সতর্ক করে দেন তিনি।
সভায় মাংস ব্যবসায়ীদের মধ্যে গোলাম মর্তুজা মন্টু, রবিউল হোসাইন বক্তৃতা করেন। ব্যবসায়ীরা কর্পোরেশনের নির্ধারিত দরে মাংস বিক্রি করবেন বলে মেয়রকে আশ্বস্থ করেন।
সভায় হোটেল, রেস্তোরাঁ ও ফল ব্যবসায়ীরা ছাড়াও করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলাল, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল সাইদুর রহমানসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।