মিতু হত্যায় জঙ্গি সম্পৃক্ততা নিশ্চিত নয়: আইজিপি
চট্টগ্রাম : পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যার পর সিএমপির পক্ষ থেকে জঙ্গি সম্পৃক্ততার কথা বলা হলেও হত্যাকাণ্ডের এক সপ্তাহ পর এসে সেটি এখনো নিশ্চিত নয় বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক।
রোববার দুপুরে নগরীর দামপাড়া শ্যুটিং ক্লাব অডিটরিয়ামে আয়োজিত সুধী সমাবেশ শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে আইজিপি একথা বলেন।
শহীদুল হক বলেন, ‘মাহমুদা হত্যাকাণ্ডটি জেএমবিরা করেছে কি না সেটি আমরা নিশ্চিত নয়। তদন্ত চলছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সেটি নিশ্চিত করে বলা যাবে না।’
এদিকে জেএমবি সম্পৃক্তার কথা তুলে এই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ তুলে হাটহাজারী থেকে আবু নছর ও বায়েজিদ থেকে শাহ জামান রবিন নামে দুজনকে গ্রেপ্তার করে সাত দিনের রিমান্ডে নিয়েছে গোয়েন্দা পুলিশ।
গতকাল মিতু হত্যার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে আল কায়েদার উপমহাদেশীয় শাখা ‘আনসার আল ইসলাম’।
আইজিপি আরো বলেন, ‘বাংলাদেশে এই পর্যন্ত ৪১টি গুপ্ত হত্যা হয়েছে। এর সব কটিই আমরা ডিটেক্ট করতে পেরেছি। এসব হত্যাকাণ্ডে জড়িতরা বেশির ভগই জঙ্গি সংগঠনগুলোর সঙ্গে জড়িত।’
আইজিপি আরো বলেন, ‘বাংলাদেশে এ পর্যন্ত ৬টি জঙ্গি সংগঠন নিষিদ্ধ করা হয়েছে। তবে দেশে এ পর্যন্ত যত গুপ্ত হত্যা হয়েছে তার সবকটির সঙ্গে জেএমবি ও আনসারুল্লাহ বাংলাটিম বা আনসার আল ইসলামের সম্পৃক্ততা পাওয়া গেছে।’
মিতুর হত্যাকারীরা রেহাই পাবে না উল্লেখ করে শহীদুল হক বলেন, ‘পুলিশ সুপার বাবুল আক্তার চট্টগ্রামবাসীর জন্য অনেক কাজ করেছেন। তার সাহস ও সততার কারণে তিনি চট্টগ্রামের মানুষের কাছে জনপ্রিয়তা অর্জন করেছিলেন। যারা তার স্ত্রীকে বর্বরেচিত কায়দায় খুন করেছে তাদের রেহাই দেয়া হবে না। আমরা খুনিদের চিহ্নিত করে আইনের আওতায় আনবই।’
এই মামলার অগ্রগতি সম্পর্কে তিনি বলেন, ‘দৃশ্যমান অগ্রগতি বলতে দুজনকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এখনো পর্যন্ত ওই রকম সুনির্দিষ্ট করে কিছুই বলা যাচ্ছেনা। তদন্ত চলছে, তদন্ত শেষে সব কিছু ক্লিয়ার হবে।’
গত ৫ জুন সকাল ৭টার দিকে নগরীর জিইসি মোড়ে প্রকাশ্যে গুলি করে পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা আক্তার মিতুকে হত্যা করে দুর্বৃত্তরা। ছেলেকে নিয়ে ক্যান্টনমেন্ট স্কুলে যাওয়ার সময় এ ঘটনা ঘটে। অতি সম্প্রতি বাবুল আক্তারের পদোন্নতির পর ঢাকায় অবস্থান করলেও তার স্ত্রী ছেলে-মেয়েকে নিয়ে নগরীর জিইসি এলাকার একটি ফ্ল্যাটে থাকতেন। এঘটনায় ৬ জুন বাবুল আক্তার একটি মামলা দায়ের করেছেন।