ট্যানারি না সরালে দিনে ৫০ হাজার টাকা জরিমানা
ঢাকা : উচ্চ আদালতে নির্দেশনা সত্ত্বেও কারখানা না সরানোয় ১৫৪ ট্যানারির মালিকপক্ষকে প্রতিদিন ৫০ হাজার টাকা করে জরিমানা সরকারি কোষাগারে জমা দেয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
বৃহস্পতিবার (১৬ জুন) এক প্রতিবেদন দাখিলের পর বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি এ কে এম সাহিদুল হকের নেতৃত্বে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দেন।
এর আগে আদালতের নির্দেশে যেসব ট্যানারি এখনও সাভারে স্থানান্তর করা হয়নি তাদের একটি তালিকা আদালতে দাখিল করেন আইনজীবী মনজিল মোরসেদ।
পরে রিটকারী আইনজীবী মনজিল মোরসেদ সাংবাদিকদের জানান, ট্যানারি কারখানাগুলা সরাতে নির্দেশে দিয়েছিলেন হাইকোর্ট। কিন্তু তারা সে আদেশ মানেননি। তাই যতদিন পর্যন্ত কারখানা না সরানো হচ্ছে ততদিন পর্যন্ত পরিবেশের ক্ষতি হিসেবে ট্যানারি মালিকদেরকে সরকারি কোষাগারে ৫০ হাজার টাকা করে জমা দিতে নির্দেশ দিয়েছেন আদালত।