ঈদে মহাসড়কে যানজটে ভোগান্তি হবে না

2016_04_28_16_45_19_Ux7YgNIoKpUvk6jnoa1recpui635JR_original

ঢাকা : আসন্ন রমজান ঈদে ঘরমুখো মানুষের ভোগান্তি হবে না বলে দাবি করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি জোর দিয়ে বলেছেন, আমাদের প্রস্তুতি ভাল। সারাদেশে রাস্তার অবস্থা ভাল। রাস্তার কারণে কোন যানজট হবে না। ট্রাফিক ব্যবস্থাপনাও ভাল। সমস্যা হলে সঙ্গে সঙ্গে মোকাবেলা করা হবে।

বৃহস্পতিবার (১৬ জুন) দুপুরে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সভাকক্ষে মেট্রোরেল ও বাস র‌্যাপিড ট্রানজিট প্রকল্পের প্রস্তুতি বিষয়ক বিফ্রিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

সড়কপথ ভালো দাবি করে মন্ত্রী বলেন, ‘তিন দিন পরপর আমি দেশের বিভিন্ন সড়ক মহাসড়ক পরিদর্শন করছি। ঢাকা-চট্টগ্রাম সড়কে কোনো সমস্যা হবে না। ১৫টি স্পটের জন্য ঈদের আগের ৫দিন তিন শিফটে ১ হাজার স্বেচ্ছাসেবক থাকবে। রোভার স্কাউটরা এই দায়িত্ব পালন করবে। ওদের দায়িত্ব আছে। এ জন্য আমরা তাদের কিছু সম্মানী ভাতার দেব।’

প্রস্তুতি জানাতে গিয়ে মন্ত্রী বলেন, ‘ঈদে ঘরমুখো মানুষের সুবিধার জন্য ৪৫০টি  নতুন বাস বিআরটিসি বহরে যুক্ত হবে এবং ৫০টি গাড়ী রিজার্ভে রাখা আছে। কোনো সমস্যা দেখা দিলে যাত্রী আনা-নেয়ায় এসব বাসও যুক্ত করা হবে।’

মন্তব্য