অপরাধী‌দের আড়াল করার চেষ্টা করছেন খালেদা

2016_02_23_11_12_01_GPdyTI8ZGbOiGODhRHlyHbyZsoWmi2_original

ঢাকা : দেশজুড়ে সাম্প্রতিক সব হত্যার ‘টা‌র্গেট কি‌লিং’ উল্লেখ করে বা‌ণিজ্যমন্ত্রী তোফা‌য়েল আহ‌মেদ বলেছেন, খা‌লেদা জিয়া তার বক্ত‌ব্যের মাধ্যমে প্রকৃত অপরাধী‌দের আড়াল করার চেষ্টা করছেন।

বৃহস্প‌তিবার দুপু‌রে রাজধানীর ফার্ম‌গে‌টের এক‌টি মিলনায়ত‌নে ফলদ বৃক্ষ রোপন পক্ষ ও জাতীয় ফল প্রদর্শনী-২০১৬ উপল‌ক্ষে এক সে‌মিনা‌রে প্রধান অ‌তি‌থির বক্ত‌ব্যে বা‌ণিজ্যমন্ত্রী এসব কথা ব‌লেন। ‌সে‌মিনা‌রের আ‌য়োজন ক‌রে কৃ‌ষি মন্ত্রণালয়।

তোফায়েল আহমেদ বলেন, টার্গেট কিলিংয়ের জন্য আওয়ামী লীগকে দায়ী করে বক্তব্য দিয়ে খালেদা জিয়া জঙ্গিদের পক্ষ নিচ্ছেন। তার বক্তব্যে শালীনতা থাকা দরকার।

বুধবার রাজধানীর ইস্কাটনের লেডিস ক্লাবে জাতীয় পার্টি (কাজী জাফর) অংশের আয়োজিত ইফতার মাহফিলে বিএনপির চেয়ারপারসন অভিযোগ করেন, সারা দেশে টার্গেট কিলিং ও গুপ্তহত্যার সঙ্গে আওয়ামী লীগের নেতারা জড়িত।

বর্তমানে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, সরকারের অগ্রযাত্রাকে বাধাগ্রস্থ করতে টার্গেট কিলিং করা হচ্ছে। আর এসব হত্যাকাণ্ড নিয়ে যেসব দেশ বেশি কথা বলে তাদের দেশে এরচেয়েও বেশি হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে।

সেমিনারে দেশি ফলের আধুনিক উৎপাদন প্রযুক্তি, বাজারজাতকরণ ও প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে দেশীয় চাহিদা মেটানোর পাশাপাশি রপ্তানি বাণিজ্যের দিকে নজর দেয়ার আহ্বান জানান বাণিজ্যমন্ত্রী।

কৃ‌ষি স‌চিব মোহাম্মদ মঈনউ‌দ্দীন আবদুল্লাহর সভাপ‌তি‌ত্বে সে‌মিনা‌রে বি‌শেষ অ‌তি‌থি ছি‌লেন কৃ‌ষিমন্ত্রী ম‌তিয়া চৌধুরী ও কৃ‌ষিমন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী ক‌মি‌টির সভাপ‌তি মো. মকবুল হো‌সেন।

‘পু‌ষ্টি অর্থ‌নৈ‌তিক নিরাপত্তায় দেশজ ফ‌লের অবদান’ শীর্ষক সে‌মিনা‌রে মূল প্রবন্ধ উপস্থাপন ক‌রেন বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমান কৃ‌ষি বিশ্ব‌বিদ্যাল‌য়ের উপাচার্য প্র‌ফেসর ড. মো. মাহবুবর রহমান।

 

মন্তব্য