সৌদিতে সড়ক দুর্ঘটনায় ২ বাংলাদেশি নিহত
রিয়াদ : সৌদিআরবে তায়েফ থেকে কাজ শেষে রিয়াদ আসার পথে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো পাঁচজন। হতাহতরা সবাই বাংলাদেশি।
সোমবার (২৭ জুন) রাতে তায়েফ থেকে রিয়াদে ফেরার পথে রিয়াদে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন কুমিল্লার চৌদ্দগ্রাম থানার চিওড়া ইউনিয়েনের তেলিগ্রামেআলাউদ্দীন ওরফে সাব্বির (২৮) পিতা আমিরুল ইসলাম এবং একই জেলার নাঙ্গলকোট উপজেলার গুণবতী ইউনিয়নের পরিকোট গ্রামে মো. রিপন (২৯)। দুজনই ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।
এই দুর্ঘটনায় আহত ৫ বাংলাদেশিকে দুর্ঘটনাস্থল থেকে হেলিকপ্টার যোগে রিয়াদের সমুচি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত সাব্বির ও রিপনের মরদেহ ওই হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।
আহতদের মধ্যে একজন নিহত রিপনের এলাকার নাহীম। গুরুতর আহতবস্থায় তাকে আইসিইউতে রাখা হয়েছে।