ইংল্যান্ডের বাংলাদেশ সফর নিয়ে শঙ্কা
ঢাকা: গুলশানে সন্ত্রাসী হামলার ঘটনাকে কেন্দ্র করে ইংল্যান্ড ক্রিকেট দলের আসন্ন বাংলাদেশ সফর নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি) জানিয়েছে যে সফরে আসার ব্যাপারে তারা বিদেশ ও কমনওয়েলথ অফিস এবং নিরাপত্তা বিশেষজ্ঞদের পরামর্শের উপর ভিত্তি করে সিদ্ধান্ত গ্রহণ করবে।
শুক্রবার সন্ধায় গুলশানের একটি রেস্তোরায় বন্দুকধারীরা হামলা চালায়। তারা দেশি-বিদেশী নাগরিকদেরকে জিম্মি করে ২০ জনকে হত্যা করে। তাদের হামলায় পুলিশের দু’জন কর্মকর্তাও নিহত হয়েছেন। পরে বাংলাদেশ সেনাবাহিনীর অভিযানে ৬ জন সন্ত্রাসী নিহত হয় এবং ১৩ জন নাগরিককে উদ্ধার করা হয়।
আগামী সেপ্টেম্বরে ইংল্যান্ড ক্রিকেট দলের বাংলাদেশ সফরের কথা রয়েছে। কিন্তু এই হামলার ঘটনায় সেটা নিয়ে শঙ্কা তৈরি হলো। এর আগে গত বছর অস্ট্রেলিয়া ক্রিকেট দল বাংলাদেশ সফর স্থগিত করেছিল। নিরাপত্তা কারণ দেখিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলতেও আয়োজক বাংলাদেশে টিম পাঠায়নি অস্ট্রেলিয়া।
ইংল্যান্ড বোর্ডের মুখপাত্র বলেছেন, ‘আমাদের খেলোয়াড়দের ও ম্যানেজমেন্টের নিরাপত্তা সব সময় সর্বপ্রধান বিষয়। যেকোনো দলকে বিদেশ সফরে পাঠানোর ক্ষেত্রে এটা গুরুত্ব পায়। আগামী দিনগুলোতে বাংলাদেশের অবস্থা গুরুত্ব সহকারে পর্যবেক্ষণ ও মূল্যায়ন করা হবে।’
তিনি আরো বলেন, ‘বিদেশ ও কমনওয়েলথ অফিসের সঙ্গে আমরা ঘনিষ্টভাবে কাজ করব। আমাদের নিরাপত্তা পরিচালক রেগ ডিকাসনের বা কমনওয়েলথ অফিসের পরামর্শের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করব।’
ইংল্যান্ড সফরে তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট ম্যাচ খেলার কথা রয়েছে। ম্যাচগুলো ঢাকা ও চট্টগ্রামে অনুষ্ঠিত হওয়ার কথা আছে।
২০০৮ সালে ভারতের মুম্বাইতে সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে দেশে ফিরে গিয়েছিল ইংল্যান্ড দল। কিন্তু চেন্নাইতে ও মোহালিতে দুটি টেস্ট খেলতে আবার ফিরে এসেছিল।