গুলশানে হামলায় মামলা হচ্ছে আজ : আইজিপি

2016_07_02_15_40_59_gKiJ1M1LPevb7RFuRRASMD49ZS9P8n_original

ঢাকা : গুলশানের আর্টিসান রেস্টুরেন্টে সন্ত্রাসী হামলার ঘটনায় আজ সোমবার (৪ জুলাই) মামলা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক।

গুলশানে জিম্মি উদ্ধার অভিযানে নিহত দুই পুলিশ কর্মকর্তার স্মরণে সোমবার দুপুরে রাজারবাগ পুলিশ লাইনে আয়োজিত এক স্মরণসভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘গুলশান হত্যাকাণ্ডের ঘটনায় আজই মামলা হচ্ছে। সে ঘটনায় যেসব জঙ্গি নিহত হয়েছে তাদের মরদেহ নিতে এখনো কেউ যোগাযোগ করেনি। এ ঘটনায় যে দুজন সন্দেহভাজন জঙ্গি আটক রয়েছে তারা চিকিৎসাধীন আছে। সুস্থ হয়ে উঠলে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে।’

অভিযানের বিলম্বের প্রসঙ্গ টেনে আইজিপি বলেন, ‘অনেকেই দাবি করেছেন অভিযানে বিলম্ব হয়েছে। কিন্তু আমি বলবো মোটেও বিলম্ব হয়নি। কারণ আমাদের টার্গেট ছিলো জিম্মিদের মধ্যে যতজন সম্ভব জীবিত উদ্ধার করা। আমরা যতটুক জেনেছি রেস্টুরেন্টের দখল নেওয়ার ২০ মিনিটের মধ্যেই তারা বিদেশি জিম্মিদের হত্যা করে।’

জঙ্গিবাদ প্রসঙ্গে আইজিপি বলেন, ‘ড্রাগ যেমন একটা সময়ে তরুণ সমাজকে নিয়ন্ত্রণ করতো, আজ তেমনি জঙ্গিবাদও তরুণদের নিয়ন্ত্রণ করছে। তাই সমাজের সকলের প্রতি আমাদের আহ্বান কখনো যদি জঙ্গিবাদ সংশ্লিষ্ট কিছু আপনাদের কাছে দৃশ্যমান হয়, সেক্ষেত্রে বিলম্ব না করে পুলিশকে জানান।’

গতকাল সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় আইজিপি জানিয়েছিলেন, এ মামলাটি তদন্ত করবে কাউন্টার টেররিজম ইউনিট।

উল্লেখ্য, শুক্রবার রাত পৌনে ৯টার দিকে গুলশান ২ নম্বরের হলি আর্টিসান রেস্টুরেন্ট বেকারিতে একদল অস্ত্রধারী ঢুকে বিদেশিসহ বেশ কয়েকজনকে জিম্মি করে। সকালে সেনাবাহিনির নেতৃত্বে যৌথ অভিযান পরিচালনা করে ওই রেস্টুরেন্টের নিয়ন্ত্রণ নেয় নিরাপত্তাবাহিনী।

এ সময় ১৩ জন জিম্মিকে জীবিত উদ্ধারের পাশাপাশি এই ২০ জনের মৃতদেহ এবং ৬ জঙ্গির মৃতদেহ উদ্ধার করা হয় বলে আইএসপিআর জানায়।

মন্তব্য