শোলাকিয়া হামলায় ৫ জনের জামিন ফের নামঞ্জুর
কিশোরগঞ্জ: জেলার শোলাকিয়া এলাকায় জঙ্গি হামলার ঘটনায় সন্দেহজনকভাবে আটক পাঁচজনের জামিন ২য় বারের মতো নামঞ্জুর করেছেন আদালত।
বুধবার (২০ জুলাই) দুপুরে ১ নম্বর আদালতের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুস ছালাম খান এ আদেশ দেন।
আটক পাঁচজন হলেন- জেলার বাজিতপুর উপজেলার ডুইয়ারগাঁও এলাকার সামসু উদ্দিনের ছেলে সোহেল মিয়া (২০), শোলাকিয়া এলাকার মোশারফ হোসেনের ছেলে মামুনুর রশীদ মামুন (২৫), কিশোরগঞ্জ সদরের তারাপাশা এলাকার আরিফুল ইসলাম হাসিব, একই এলাকার আব্দুল হাইয়ের ছেলে মো. আহসান উল্লাহ (২৪) ও ভৈরবের পঞ্চবটি এলাকার মো. তারা মিয়া (৫২)।
আদালত সূত্র জানায়, আটক পাঁচজনের আইনজীবী অ্যাডভোকেট কামরুল ইসলাম বাবু ও অ্যাডভোকেট ইফতেখার হোসেন দুপুরে ১ নম্বর আদালতে জামিনের জন্য আবেদন করেন। পরে ১ নম্বর আদালতের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুস ছালাম খান তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।