ষোড়শ সংশোধনী বাতিলের রায় পাল্টানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
সোমবার সকালে রাজধানীতে এক দোয়া মাহফিলপূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, “যদি রিভিউ করতে হয়, তারও একটা আইনগত প্রক্রিয়া আছে। কিন্তু গায়ের জোরে!
লন্ডনের মুরফিল্ড আই হাসপাতালে গত ৮ অগাস্ট বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ডান চোখে অস্ত্রোপচারের পর তার আরোগ্য কামনায় নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল।
সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের পূর্ণাঙ্গ রায়ে দেওয়া পর্যবেক্ষণে জাতীয় সংসদকে অবমাননার পাশাপাশি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানকে খাটো করার চেষ্টা হয়েছে অভিযোগ করে প্রধান বিচারপতির সমালোচনায় সরব রয়েছেন আওয়ামী লীগের নেতা-মন্ত্রীরা। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, “ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের পরে একটা ঘোমট অবস্থা থেকে, ভয়ংকর বিষবাষ্প থেকে একটা বিশুদ্ধ নিঃশ্বাস ফেলার যে সুযোগ সৃষ্টি হয়েছে, সেটা ক্ষমতাসীনরা ধ্বংস করে দিতে চান।