রাষ্ট্রদ্রোহ মামলার আসামি হলেন আসলাম
ঢাকা : সরকার উৎখাতে ষড়যন্ত্রের অভিযোগে বিএনপির যুগ্ম-মহাসচিব আসলাম চৌধুরীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে রাজধানীর গুলশান থানায় মামলাটি দায়ের হয়। গোয়েন্দা পুলিশের পরিদর্শক গোলাম রাব্বানী বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে রাজারবাগ পুলিশ লাইন্স টেলিকম ভবনে এক কর্মশলা শেষে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক সাংবাদিকদের বলেছিলেন, ‘জিজ্ঞাসাবাদে আসলাম জানিয়েছেন, ইসরায়েলের ক্ষমতাসীন লিকুদ পার্টির নেতা মেন্দি এন সাফাদির সঙ্গে একাধিকবার বৈঠক হয়েছে। অর্থের বিনিময়ে সরকারকে অজনপ্রিয় করে পতন ঘটানোর পরিকল্পনা করেছিলেন তিনি। এটা রাষ্ট্রদ্রোহের সামিল। তাই আজ গুলশান থানায় তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা রুজু হচ্ছে।’
আইজিপির বক্তব্যের কিছুক্ষণ পরই আসলাম চৌধুরীর বিরুদ্ধে গুলশান থানায় রাষ্ট্রদ্রোহের এ মামলাটি হয়।
প্রসঙ্গত, গত ১৫ মে বিএনপির নেতা আসলাম চৌধুরীকে রাজধানীর খিলক্ষেত থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে হাত মিলিয়ে সরকার উৎখাতের ষড়যন্ত্রে যুক্ত হওয়ার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছিল।