কলা খাইয়ে দামি পোখরাজ উদ্ধার!দেড় লক্ষ টাকার পোখরাজ উদ্ধার করে দিল ১২টি কলা! শুনতে অবাক লাগলেও এমন ঘটনাই ঘটেছে গড়িয়াহাট এলাকায়৷ সোনার দোকানে খদ্দের সেজে ঢোকা এক মহিলার পেট থেকে পোখরাজ উদ্ধার করতে গিয়ে রীতিমতো ঘাম ছুটে গেল পুলিশের৷

শেষ পর্যন্ত অনেক কসরতের পর সন্ধ্যা নাগাদ দেখা মিলল দামি পোখরাজের৷ হাঁফ ছেড়ে বাঁচলেন পুলিশকর্তারা৷ শেষ মহিলাকে এক ডজন কলা খাইয়ে পেট থেকে তা বার করা হয়৷

শুক্রবার সকাল এগারোটা নাগাদ গড়িয়াহাটের একটি সোনার দোকানে আসেন নিবেদিতা মুখোপাধ্যায় নামে এক মহিলা। বিভিন্ন পাথর দেখে তিনি বেরিয়ে যান। কিন্ত্ত তার আচরণে দোকানের কর্মীদের সন্দেহ হওয়ায়, পাথরগুলি পরীক্ষা শুরু করেন তারা।

তখনই তারা দেখতে পান, দেড় লক্ষ টাকা দামের আসল পোখরাজটি নেই। তার বদলে একটি নকল পোখরাজ সেখানে রেখে দেয়া হয়েছে। সঙ্গে সঙ্গে দোকানের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়। দেখা যায়, পাথর পরিবর্তন করার দৃশ্য সেখানে দেখা যাচ্ছে।

এর পর গড়িয়াহাট থানায় খবর দেয়া হলে পুলিশ ওই মহিলাকে গ্রেপ্তার করে। পুলিশ আসার ফাঁকেই নিবেদিতাদেবী পাথরটি গিলে ফেলেন। এর পর পুলিশ তার এক্স-রে করাতেই দেখা যায়, পাথরটি নিবেদিতাদেবীর পাকস্থলির কোণের দিকে আটকে রয়েছে। শুরু হয় পাথর বের করার জন্য অভিযুক্তকে কলা খাওয়ানোর প্রাচীন পুলিশি পদ্ধতি।

এক ডজন কলা খাওয়ানো হয় নিবেদিতাকে। সঙ্গে দেওয়া হয় ওষুধ। প্রায় ছ’ঘণ্টা পর পুলিশের চেষ্টা সফল হয়। মহিলার পেট থেকে বেরিয়ে আসে দেড় লাখ টাকা দামের পোখরাজ।

মন্তব্য