হঠাৎ করেই জেগে উঠল শেষকৃত্যের অপেক্ষায় থাকা মৃত ঘোষিত এক মানুষ। আর ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের মিসিসিপি শহরে।

বিবিসি জানিয়েছে, ৭৮ বছর বয়স্ক ওয়াল্টার উইলিয়ামসের হৃৎস্পন্দন না পেয়ে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এরপর তার পরিবারের সদস্যরা শেষকৃত্যের জন্য মৃতদেহ পাঠিয়ে দেন পোর্টার অ্যান্ড সনস ফিউনারেল হোমে।

ওই প্রতিষ্ঠানের কর্মীরা যখন তার মৃতদেহটি নির্দিষ্ট ব্যাগে ভরে শেষকৃত্যের আয়োজনে ব্যস্ত, তখনই এই ব্যাগ থেকে শব্দ শুনতে পান। ওই শব্দ অন্য কিছুর নয় বরং মৃত বলে ঘোষণা করা উইলিয়ামসের লাথির আওয়াজ। এরপর তারা ওই ব্যাগ খুলতেই উঠে বসেন উইলিয়ামস।

এই খবর উইলিয়ামসের পরিবারের কাছে যেতেই তারা কান্না ভুলে আনন্দের জোয়ারে ভাসতে থাকেন।

ঘটনাটি শুনে চিকিৎসক যা বলেছেন তা হল, মনে হয় উইলিয়ামসের পেসমেকারটা কিছুক্ষণের জন্য নিস্ক্রিয় ছিল। যে কারণে তার হৃৎস্পন্দন পাওয়া যায়নি।

মন্তব্য