ইউটিউবসহ কয়েকটি টেলিভিশন ও সংবাদপত্রে আল-কায়েদা নেতা আইমান আল-জাওয়াহিরির নামে প্রচারিত অডিও বার্তার সঙ্গে হেফাজতে ইসলাম বাংলাদেশের কোনো সম্পর্ক নেইবাংলাদেশ নিয়ে আল-কায়েদার শীর্ষ নেতা আইমান আল-জাওয়াহিরির অডিও বার্তা ইন্টারনেটে আপলোডের অভিযোগে টাঙ্গাইলের মাঝিপাড়া থেকে রাসেল বিন সাত্তার খান নামে ১ জনকে আটক করেছে র‍্যাব। সে জামায়াতপন্থী ফেসবুক পেইজ বাঁশের কেল্লাসহ বেশ কয়েকটি উগ্রপন্থী পেজের অ্যাডমিন।

গ্রেপ্তারের সময় তার কাছ থেকে ৩টি মোবাইল, ২টি ল্যাপটপ, সরঞ্জাম ও বেশ কিছু জেহাদী বই উদ্ধার করেছে র‍্যাব।

র‌্যাব জানিয়েছে, আল-জাওয়াহিরির কথিত ভিডিও বার্তা ইন্টারনেটে প্রকাশের মূলে রয়েছেন রাসেল। ইসলামী ছাত্রশিবিরের ফেসবুক পেজ বাঁশের কেল্লাসহ বেশ কয়েকটি উগ্রবাদী পেজের পরিচালকও সে।

ইন্টারনেটে প্রচারিত ‘বাংলাদেশ: ম্যাসাকার বিহাইন্ড এ ওয়াল অব সাইলেন্স’ শীর্ষক ২৯ মিনিটের একটি ভিডিও বার্তা সম্প্রতি নজরে আসে।

ভিডিও ভিডিও বার্তায় দেখা যায়, আরবিতে আল-কায়েদার প্রধান জাওয়াহিরি বক্তব্য দিচ্ছেন। আর নেপথ্যে তার স্থিরচিত্র। পর্দার নিচে ভেসে উঠছে বক্তব্যের ইংরেজি অনুবাদ।

র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক জিয়াউল আহসান জানান, মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে টাঙ্গাইলের মাঝিপাড়া থেকে রাসেলকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান।, যতোদূর জানা গেছে, তার সঙ্গে আল কায়েদার কানেকশন আছে। সে ওই ক্লিপ ইউটিউবে আপলোড করেছিল। আমরা বিষয়গুলো যাচাই বাছাই করছি।

রাসেল (২১) জামায়াতপন্থী ফেইসবুক পেইজ বাঁশের কেল্লাসহ বেশ কয়েকটি উগ্রপন্থী ওয়েবসাইটের ‘অ্যাডমিন’ বলেও জানান তিনি।

মন্তব্য