20_HSC+Exam_010413

উপজেলা নির্বাচনের কারণে এবার এইচএসসি ও সমমানের পরীক্ষা দুই দিন পিছিয়ে ৩ এপ্রিল শুরু হচ্ছে।

এইচএসসির সূচি (download)
শিক্ষা মন্ত্রণালয়ের উপ-প্রধান তথ্য কর্মকর্তা সুবোধ চন্দ্র ঢালী সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।

গত পাঁচ বছরেই এইচএসসি পরীক্ষা ১ এপ্রিল শুরু হলেও এবার দুদিন পিছিয়ে যাচ্ছে।

সুবোধ চন্দ্র ঢালী বলেন, উপজেলা নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশনের অনুরোধে এবছর এইচএসসি ও সমমানের পরীক্ষাসূচিতে এই পরিবর্তন।

নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, এবারের উপজেলা নির্বাচনের পঞ্চম ধাপে ৩১ মার্চ ৬৫ উপজেলায় ভোট হবে।

এর আগের চার দফা ভোটের কারণে এসএসসির দুটি বিষয়ের পরীক্ষা এক মাস পিছিয়ে দেয়ার সিদ্ধান্ত নেয় শিক্ষা মন্ত্রণালয়।

মন্তব্য