dhaka_jailনারী বন্দিদের পুরুষ বন্দিদের সঙ্গে একই প্রিজনভ্যানে আদালতে নেয়া ও বসার সময় যৌন হয়রানি থেকে নারীদের সুরক্ষা চেয়ে সুপ্রীমকোর্টের হাইকোর্ট বিভাগে রিট পিটিশন দায়ের করেছেন সুপ্রীমকোর্টের আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

 

রোববার বিচারপতি কজী রেজা-উল হক এবং বিচারপতি এ বি এম আলতাফ হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চে ব্যারিস্টার কাজল রিট পিটিশনের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেন।

আগামী সোমবার রিটের শুনানি তালিকাভুক্ত করা হবে বলে নির্দেশনা দেয়া হয়।

উল্লেখ্য, গত ৮ মার্চ দৈনিক প্রথম আলো পত্রিকায় ‘প্রিজনভ্যানে হেনস্তা হচ্ছেন নারী বন্দিরা’ শীর্ষক একটি সংবাদ প্রকাশিত হয়। এই সংবাদের ভিত্তিতেই রিটটি দায়ের করা হয়।
এই সংবাদের বরাত দিয়ে দেশব্যাপী নারী বন্দিদের পরিবহনে যাতে ভিন্ন পরিবহন ব্যবস্থা করা হয় সেই মর্মে রাষ্ট্রের পক্ষে স্বরাষ্ট্র সচিব, পুলিশের আইজি, কারা মহাপরিদর্শকের প্রতি নির্দেশনা চাওয়া হয়েছে।

মন্তব্য