শাস্ত্রীকে ধাওয়ানের ধন্যবাদ

বড় দুঃসময়ে রবি শাস্ত্রীকে ‘টিম ইন্ডিয়া’র মাথার ছাতা হিসেবে বসিয়ে দেয়া হয়েছিল ডিরেক্টর করে। টেস্ট সিরিজ বিশ্রিভাবে হেরে চারদিক থেকে সমালোচনার তীরে বিদ্ধ হতে হচ্ছিল ভারতীয়দের। ঠিক সেই সময় শাস্ত্রী বটবৃক্ষ হয়ে এলেন ‘টিম ইন্ডিয়া’য়। এখন বলা যেতেই পারে তিনি এলেন দেখলেন এবং জয় করলেন। যারা নিদারুন ব্যর্থতায় ইংল্যান্ডে একেকটি দিন পার করছিলেন তারা রানে ফিরলেন।

Dhawan

এই যেমন ওপেনার শিখর ধাওয়ানের কথাই ধরুন। গত ক’টি বছর দুর্দান্ত কাটানোর পর ইংল্যান্ডে গিয়ে খেই হারিয়ে ফেললেন। শাস্ত্রীর ছোঁয়ায় তিনি আবার উজ্জিবীত হলেন এবং বড় রানের দেখা পেলেন।

আশ্চর্য ঘটনা এটাই যে, প্রথম ওয়ানডে জেতার পরই শাস্ত্রী ঘোষণা দিয়ে বলেছিলেন, ‘বিরাট কোহলি এবং ধাওয়ান রানে ফিরবে।’ হলোও তাই। আগের ম্যাচে কোহলি ৪০ করেছেন। চতুর্থ ম্যাচে এসে ধাওয়ান তো অপরাজিত থেকে ভারতের সিরিজ জয় নিশ্চিত করে তবেই মাঠ ছেড়েছেন। তাই শাস্ত্রীকে ধন্যবাদ দিতে ভুল করলেন না এই ওপেনার। ‘রবি ভাইয়ের টিপস খুব কাজে লেগেছে আমার। তাকে ধন্যবাদ।’

ম্যাচ শেষে যখন কথা বলছিলেন ধাওয়ান তখন বোঝা যাচ্ছিল শাস্ত্রীর মতো একজন বিজ্ঞর এই দলে কতটা প্রয়োজন ছিল। বাকিটা শুনুন ধাওয়ানের মুখে, ‘রবি ভাই আমাদের দলের সঙ্গে যোগ দেয়াটা অবশ্যই ভালো হয়েছে। তার কয়েকটা টিপস আমার খুব কাজে লেগেছে। বেশকিছু ভালো পরামর্শ তার কাছ থেকে পেয়েছি। টেকনিকের ব্যাপারে উনি তো সাহায্য করেছেনই, এছাড়া আত্মবিশ্বাসও জোগাচ্ছেন প্রচুর।’

মন্তব্য