টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
ঢাকা: এশিয়া কাপের পাঠ চুকিয়ে এবার টি-২০ বিশ্বকাপ মিশনে নেমেছে বাংলাদেশ। বিকেল সাড়ে তিনটায় বাছাইপর্বের গুরুত্বপূর্ণ এক ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে মাশরাফি বিন মুর্তজা অ্যান্ড কোং। মূলপর্বের টিকিট পকেটে তুলতে শুরুটা ভালো করতে হবে টাইগারদের।
ইতোমধ্যে টস নামক ভাগ্য পরীক্ষায় জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন নেদারল্যান্ডসের অধিনায়ক পিটার বোরেন। তাই টসে হেরে ব্যাটিং করতে হচ্ছে বাংলাদেশকে। মাশরাফির নেতৃত্বাধীন দলে ফিরেছেন আরাফাত সানি। বাদ পড়েছেন আবু হায়দার রনি। ইনজুরির কারণে একাদশের বাইরে রয়েছেন মুস্তাফিজুর রহমান।
টসে জিতে ডাচ অধিনায়ক পিটার বোরেন বলেন, ‘উইকেট ভালো। আশা করছি, ৪০ ওভারই খেলতে পারবে দুই দল। দলের খেলোয়াড়রা খেলতে মুখিয়ে রয়েছে। আমরা বাংলাদেশের খেলা দেখেছি। সম্প্রতি তারা ভালো ক্রিকেট খেলছে। আশা করছি, আমরা তাদের সঙ্গে লড়াই করতে পারব।’
বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বলেন, এটা একটি ব্যতিক্রমী চ্যালেঞ্জ। তবে কন্ডিশন একই রকম (বাংলাদেশের মতো)। আশা করছি, আমাদের সেরাটা ঢেলে দিতে পারব। আমাদের ব্যাটসম্যানরা প্রথম ব্যাট করে ভালো স্কোর গড়তে পারবে।’
বাংলাদেশের একাদশ: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সৌম্য সরকার, তামিম ইকবাল, সাব্বির রহমান রুম্মান, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, নাসির হোসেন, আল-আমিন হোসেন, তাসকিন আহমেদ ও আরাফাত সানি।
নেদারল্যান্ডসের একাদশ: পিটার বোরেন (অধিনায়ক), স্টিফেন মাইবার্গ, ওয়েসলে ব্যারেসি (উইকেটরক্ষক), বেন কুপার, টম কুপার, রোয়েলফ ভ্যান ডের মারওয়ে, আহসান মালিক, লোগান ভ্যান বিক, পল ভ্যান মেকারেন, মুদাসসার বুখারি ও টিম ভ্যান ডার গুগটেন।