আন্তর্জাতিক সহযোগিতা চাইতে ফিলিপাইন যাচ্ছে সিআইডি

2016_04_01_10_49_57_XdRfkvyXfPqr4d854a40myliVmlrbg_original

ঢাকা: বাংলা‌দেশ ব্যাং‌কের রিজার্ভ চুরির ঘটনা তদন্তে আন্তর্জাতিক সহযোগিতা নিতে ফিলিপাইন যাচ্ছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মালিবাগে সিআইডি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান অর্গানাইজড ক্রাইম বিভাগের বিশেষ পুলিশ সুপার আব্দুল্লাহ হেল বাকী।

তিনি বলেন, ‘ইন্টারপোলের আয়োজনে আগামী ৩০ মে ফিলিপাইনের ম্যানিলাতে একটি বৈঠকের আয়োজন করা হয়েছে। সেখানে বাংলাদেশ পুলিশের প্রতিনিধি দল অংশ গ্রহণ করবেন। ওই বৈঠক থেকেই রিজার্ভ চুরির ঘটনা তদন্তে আন্তর্জাতিক সহযোগিতা চাওয়া হবে।’

তিনি আরো বলেন, ‘রিজার্ভ চুরির ঘটনায় সুবিধাভোগী অনেককেই শনাক্ত করা হয়েছে। তবে এর মধ্যে যারা টাকা চুরি করেছে তারা নকল নাম ও তথ্য ব্যবহার করেছে। আর এ কারণেই তাদের শনাক্ত করতে একটু বেগ পেতে হচ্ছে। চোরদের আসল তথ্য পেতে ম্যানিলার ওই বৈঠক থেকে আন্তর্জাতিক সহযোগিতা চাওয়া হবে।

তিনি জানান, এখন পর্যন্ত তদন্তে রিজার্ভ চুরিতে জড়িত সন্দেহভাজন ব্যক্তিরা ১১টি দেশে রয়েছেন। তাদের ধরতে ওই সব দেশের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সহযোগিতা দরকার।

ম্যানিলা বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, ‘রিজার্ভ চুরির ঘটনা তদন্তে আমরা ইন্টারপোলকে অনুরোধ করেছিলাম। সেই অনুরোধে সাড়া দিয়েই ইন্টারপোল এ বৈঠকের আয়োজন করে।’

উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারির প্রথম দিকে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ অ্যাকাউন্ট থেকে ১০১ মিলিয়র ডলার চুরি যায়। এর মধ্যে ২০ মিলিয়ন ডলার প্রাপকের নামে  ভুল করায় শ্রীলংকা থেকে ফিরিয়ে আনা গেছে। বাকি ৮১ মিলিয়ন ডলার গেছে ফিলিপাইনের একটি বেসরকারি ব্যাংকে। ওই টাকার বেশিরভাগই এখনো উদ্ধার করা যায়নি।

মন্তব্য