সিঙ্গাপুরে ৬ বাংলাদেশির বিরুদ্ধে জঙ্গি অর্থায়নের অভিযোগ

2016_05_27_15_57_33_huFZOtVtkQBVq2KZZ6hrWR8Efcxptf_original

ঢাকা : সিঙ্গাপুরে আটক ৬ বাংলাদেশির বিরুদ্ধে জঙ্গি অর্থায়নের অভিযোগ আনা হয়েছে। গত মার্চ ও এপ্রিলে নিরাপত্তা আইনে সিঙ্গাপুর পুলিশ জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে বাংলাদেশি ১৩ নাগরিককে আটক করে। পরে যথেষ্ট প্রমাণাদি না পাওয়ায় ৫ জনকে দেশে ফেরত পাঠানো হয়। বাংলাদেশের পুলিশ তাদের আটক করেছে।

সিঙ্গাপুরে থাকা বাকি ৮ বাংলাদেশির মধ্যে শুক্রবার (২৭ মে) ৬ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আনা হলো।

দেশটির ইংরেজি দৈনিক দ্য স্ট্রেইটস টাইমস এ খবর জানিয়েছে।

অভিযুক্ত ৬ বাংলাদেশির বয়স ২৬ থেকে ৩১ বছরের মধ্যে। এরা সবাই শ্রমিক হিসেবে কর্মরত। অভিযুক্তরা হচ্ছে: মিজানুর রহমান (৩১), মামুন লিয়াকত আলী (২৯), রুবেল মিয়া (২৬), দৌলতুজ্জামান (৩৪), জাবেদ কায়সার হাজি নুরুল ইসলাম সওদাগর (৩০) ও ইসমাইল সোহেল হাওলাদার (২৯)।

সিঙ্গাপুরের পুলিশ জানিয়েছে, অভিযুক্ত এ ৬ বাংলাদেশি নিজেদের ইসলামিক স্টেটের সদস্য দাবি করে জানিয়েছে, তারা দেশে ফিরে বাংলাদেশে সরকার উৎখাতের পরিকল্পনা নিয়েছিল। উৎখাতের পর মধ্যপ্রাচের ইরাক ও সিরিয়ায় স্বঘোষিত ইসলামিক স্টেটের অধীনে বাংলাদেশ ভূখণ্ডকে খেলাফতের অংশ করারও সিদ্ধান্ত নিয়েছিল তারা।

সিঙ্গাপুর স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, অভিযুক্তদের নেতা মিজানুর রহমান। এদের মধ্যে দুজনের বিরুদ্ধে টাকা যোগানদারের ভূমিকা পালনের অভিযোগ আনা হয়েছে।

পুলিশের জিজ্ঞাসাবাদে মামুন লিয়াকত আলী ছাড়া অন্য সবাই আদালতে দেয়া জবানবন্দিতে নিজেদের ইসলামিক স্টেটের সঙ্গে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে স্ট্রেইটস টাইমস। আগামী মঙ্গলবার (৩১ মে) এ বিষয়ে পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন আদালত।

সিঙ্গাপুর পুলিশের মুখপাত্র সংবাদ মাধ্যমকে জানান, আটক বাংলাদেশিদের জঙ্গি সম্পৃক্ততা নিয়ে গত ৮ এপ্রিল তদন্ত শুরু হয়।

মন্তব্য