ইচ্ছা করেই একই গ্রুপে পাক-ভারতকে রাখে আইসিসি!

2016_06_02_13_32_14_oAInLMgNKLcfCbGnlkirIMTdu2CEa4_original

ঢাকা: ক্রিকেটে ভারত ও পাকিস্তানের ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। এই দ্বৈরথকে প্রত্যাশা করেন গোটা দুনিয়ার ভক্তরা। তা ছাড়া ক্রিকেটীয় বাণিজ্যের দিকে তাকালেও বড় কোনো টুর্নামেন্টে এই ম্যাচ খুবই লাভজনক। এসব বিষয় বিবেচনায় রাখে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। যে কারণে ইচ্ছা করেই বড় টুর্নামেন্টে পাক-ভারত ম্যাচ রাখে সংস্থাটি! আইসিসির প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসনের ভাষ্যে ইঙ্গিত মিলছে এমনই।

আগামী বছর জুনে বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচের মধ্য দিয়ে শুরু হবে চ্যাম্পিয়নস ট্রফি। বুধবার সেই টুর্নামেন্টের জন্য সূচি প্রকাশ করেছে আইসিসি। সেখানেও একই গ্রুপে রয়েছে ভারত-পাকিস্তান। এর রহস্য জানালেন ডেভ রিচার্ডসন।

দ্য টেলিগ্রাফকে আইসিসির প্রধান নির্বাহী বলেন, ‘বিভিন্ন দিক থেকে এই দ্বৈরথের গুরুত্ব অনেক বেশি। বিশ্বের বিভিন্ন দেশে ক্রিকেট ভক্তদের চোখ থাকে এই ম্যাচে। চ্যাম্পিয়নস ট্রফির জন্যও এটা বিশেষ কিছু। কারণ এই ম্যাচের জন্য যথেষ্ট সাড়া মেলে দর্শকদের কাছ থেকে।’

এ নিয়ে টানা পাঁচটি টুর্নামেন্টে পাক-ভারত ম্যাচ রেখেছে আইসিসি! তাই গ্রুপ নির্ধারণের ক্ষেত্রে ড্র নিয়েও প্রশ্ন উঠেছে। নেতিবাচক প্রভাবও পড়তে পারে টুর্নামেন্টে। কেউ কেউ মনে করেন, এমনটা হলে বড় কোনো টুর্নামেন্টের জৌলুস হারিয়ে ফেলে!

রিচার্ডসন বলছেন ভিন্ন কথা, ‘র‌্যাংকিংয়ের ভিত্তিতেই আমরা গ্রুপ সাজিয়ে থাকি। তবে গ্রুপের কাজটা বিভিন্নভাবে করা যায়। সুতরাং সামঞ্জস্য রেখে পুল সাজাতে গিয়ে যখন এটা (পাক-ভারত ম্যাচ) রাখা যায়, তখন সেটা না রাখাটাই বরং বোকামির সামিল!’

মন্তব্য