আমি আশা করি সরকারের শুভবুদ্ধির উদয় হবে

2016_06_05_14_28_48_yq51G9DSJj6J27oZQkdsPNVJqv0t0l_original

ঠাকুরগাঁও : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আসুন প্রতিহিংসার রাজনীতি নয়, গুম, খুন ও হত্যার রাজনীতি নয়, আমরা একসঙ্গে বসে আলোচনা করে সমঝোতার ভিত্তিতে আমাদের রাষ্ট্র কীভাবে চলবে সে বিষয়ে ব্যবস্থা গ্রহণ করি। আমি আশা করি সরকারের শুভবুদ্ধির উদয় হবে।’

রোববার বেলা ১২টায় ঠাকুরগাঁও জেলা বিএনপির এক বর্ধিত সভায় তিনি একথা বলেন।

তিনি সরকারের উদ্দেশ্যে বলেন, ‘অবিলম্বে বিরোধী দলগুলোকে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড সুষ্ঠু ও স্বাভাবিক করতে দেয়া হোক।’ বিরোধী পক্ষকে কখনো দমন করা যাবে না এবং সত্যিকার গণতান্ত্রিক পরিবেশ, গণতান্ত্রিক ক্ষেত্র তৈরি করতে হবে। তাহলেই এ সকল সন্ত্রাস, খুন, রাহাজানি পরিহত করা সম্ভব হবে।’

তিনি আরো বলেন, ‘এ নির্বাচনে সরকার সকল রাষ্ট্রযন্ত্র ব্যবহার করেছে। তাই এই সরকারের নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন কখনো সম্ভব না।’

বর্ধিত সভায় জেলা বিএনপির সহ-সভাপতি নূর করিমের সভাপতিত্বে আরো বক্তব্য দেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক তৈমুর রহমান, যুগ্ম সাধারণ সসম্পাদক ওবায়দুল্লাহ মাসুদ প্রমুখ।

মন্তব্য