রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে কোনো ঐক্য নয়!

2016_06_10_22_24_20_Ot2zaHwqa5dudwmuWwHPXVuCJJCBh4_original

ঢাকা : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘জঙ্গি ও উগ্রবাদ মোকাবেলায় রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে ঐক্য করে কোনো লাভ নেই। রাজনৈতি দলের নেতাদের সঙ্গে ঐক্য না করে সাধারণ জনগণের মধ্যে ঐক্য গড়ে তুলতে হবে।’

বুধবার (২০ জুলাই) সকালে রাজধানীর এয়ারপোর্ট রোডের হোটেল রেডিসনের সামনে হেলমেটবিহীন মোটর সাইকেল আরোহী, মিটারবিহীন সিএনজি অটোরিকশাসহ অননুমোদিত এবং ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে বিআরটিএ’র চলমান মোবাইল কোর্টের কার্যক্রম পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘ঢাকা মহানগরীর যানজট দূর করা কোনো একক মন্ত্রাণালয়ের উপর ন্যাস্ত নয়। এককভাবে যানজট দূর করা সম্ভবও নয়। সমন্বিত যৌথ প্রচেষ্টার মাধ্যমে রাজধানীর যানজট দূর করতে হবে।’

মন্ত্রী বলেন, ‘মোটর সাইকেলে দুজনের আরোহীর বেশি থাকবে না এবং আরোহীদের অবশ্যই হেলমেট পরতে হবে। এ নির্দেশনাটি আমরা আরও কার্যকরভাবে বাস্তবায়নের কঠোর হতে যাচ্ছি। তবে রাজধানীতে ৯৫ ভাগ মোটরসাইল চালক হেলমেট ব্যবহার করে।’

সেতুমন্ত্রী আরো বলেন, ‘মহাসড়কে আমি দেখেছি, কোথাও কোথাও বিচ্ছিন্নভাবে থ্রি-হুইলার চলছে। এ বিষয়ে আরো কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য বিআরটিএকে নির্দেশ দেয়া হয়েছে।’

চন্দ্রা-নবীনগর চারলেন সড়কসহ কিছু মহাসড়কে কাজের গুণগতমান খারাপ হওয়ায় সামান্য বৃষ্টিতে সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। এ বিষয়গুলো খতিয়ে দেখে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য সওজ-এর প্রধান প্রকৌশলীকেও নির্দেশ দেন সেতুমন্ত্রী।

মন্তব্য