পদ্মায় স্পিডবোট ডুবে নিখোঁজ ৪

2016_08_01_22_36_48_fg85ewMiJM8nLoYsYYzzfk1CIVxcDW_original (1)

মাদারীপুর: কাওড়াকান্দি-শিমুলিয়া নৌরুটের পদ্মানদীর কাঁঠালবাড়ী ঘাট এলাকায় একটি স্পিডবোট ডুবির ঘটনা ঘটেছে। এতে নিখোঁজ রয়েছে ৪ জন যাত্রী। সোমবার রাত ৮ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজদের সন্ধানে কাজ করছে পুলিশ।

কাওড়াকান্দি ঘাট ও শিবচর থানা সূত্রমতে, শিমুলিয়া থেকে কাওড়াকান্দি ঘাটের দিকে আসা একটি স্পিডবোট রাতের অন্ধকারে দিকনির্ণয় করতে না পেরে নদীতে থাকা ড্রেজারের পাইপের সাথে ধাক্কা লেগে উল্টে যায়। এতে স্পিডবোটে থাকা কমপক্ষে ২০ জন যাত্রী পানিতে ডুবে যায়।

আহত হয় ১০ জন যাত্রী। তাদের ট্রলার দিয়ে উদ্ধার করে স্থানীয়রা কাঁঠালবাড়ী ঘাটে নিয়ে আসে।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, ‘ড্রেজারের পাইপে ধাক্কা লেগে স্পিডবোটটি ডুবে যায়। বেশ কয়েকজন যাত্রীকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। অন্যরা পাশের চরে সাঁতরে উঠে। তবে ৪ জন যাত্রীর খোঁজ না পাওয়ায় তাদের সন্ধান করা হচ্ছে।

মন্তব্য