হেরেই চলেছে শেখ রাসেল
ঢাকা: জেবি বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে হেরেই চলেছে শেখ রাসেল ক্রীড়া চক্র। সোমবার চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে চট্টগ্রাম আবাহনীর কাছে ২-১ গোলে হেরেছে তারা। লিগে এটি শেখ রাসেলের টানা তৃতীয় হার। প্রথম ম্যাচে উত্তর বারিধারার কাছে ১-০ গোলে ও দ্বিতীয় ম্যাচে রহমতগঞ্জের সঙ্গে ২-০ গোলে হেরেছিল রাসেল শিবির।
তবে প্রথম ম্যাচে ড্র করা চট্টগ্রাম আবাহনীর এটি টানা দ্বিতীয় জয়। এর আগের ম্যাচে মোহামেডানকে ৪-২ গোলে পরাজিত করেছিল মামুনুল শিবির। প্রথম ম্যাচে চট্টগ্রাম আবাহনী ১-১ গোলে ড্র করেছিল ঢাকা আবাহনীর সঙ্গে।
সোমবার এম এ আজিজ স্টেডিয়ামে ম্যাচের তিন মিনিটেই এগিয়ে যায় চট্টগ্রাম আবাহনী। রুবেল মিয়ার ক্রস পড়েছিল বক্সের মধ্যে, রাসেল গোলরক্ষক লিটন তা পাঞ্চ করে প্রতিহত করেন। তবে আনমার্কড আবাহনী ফরোয়ার্ড ইব্রাহিম খুব সহজেই বল জালে প্রবেশ করান। ১-০তে লিড নেয় চট্টগ্রাম আবাহনী।
৪৩ মিনিটে ম্যাচে ফেরে শেখ রাসেল। গোলটি করেন তারকা মিডফিল্ডার জামাল ভুইয়া। ম্যাচে ব্যবধান কমে এসে দাঁড়ায় ১-১ এ। তবে ভাগ্য ভালো চট্টগ্রাম আবাহনীর। ম্যাচ তখন শেষের দিকে। অনেকেই ভেবেছিল ম্যাচ ১-১ গোলে ড্র হবে। তবে ৮৯ মিনিটে বাঁকানো শটে শেখ রাসেলের জাল কাঁপান লিওনেল প্রিয়েক্স। ২-১ গোলের রুদ্ধশ্বাস জয় পায় চট্টগ্রাম আবাহনী।
তিন ম্যাচে চট্টগ্রাম আবাহনীর সংগ্রহ সাত পয়েন্ট। সেখানে শেখ রাসেল এখনও পয়েন্টশূন্য।