গোপনে বিয়ে করলেন সালমান!

salman_124144

সালমান খান নাকি গোপনে তার বান্ধবী লুলিয়া ভান্তুরকে বিয়ে করেছেন। এমন খবর বলিউড পাড়ায়। খবরের পেছনের খবর হলো সম্প্রতি রোমানিয়ান একটি ট্যাবলয়েডে বলা হয়েছে  রোমানিয়ায় গিয়ে এই যুগল নাকি বিয়ে করেছেন।

রোমানিয়ার ঐ ল্যাবলেড পত্রিকাটিতে লুলিয়াকে ‘দোয়ামনা খান’ বলে উল্লেখ করা হয়েছে। যার অর্থ ‘রয়্যাল মিসেস খান’। ওই ম্যাগাজিনের তরফে দাবি করা হয়েছে, রোমানিয়ায় নাকি লুকিয়ে বিয়েও করে ফেলেছেন সালমান-লুলিয়া। যদিও এর সপক্ষে তারা কোনও প্রমাণ দিতে পারেননি।

খবরটা প্রকাশ্যে আসার পরই আলোড়ন শুরু হয়েছে বলি টাউনে। অনেকে বলছেন, লুলিয়া প্রথম সারির রোমানিয়ান মডেল। তাই তার সম্পর্কে রোমানিয়ান মিডিয়ার কাছে কিছু এক্সক্লুসিভ খবর থাকতেই পারে। তবে একেবারে বিয়ে! ‘রয়্যাল মিসেস খান’বলে তাঁকে সম্বোধন করার আগে কোনও একটা প্রমাণ তো চাই। আবার একটা মহলের মতে, বলি ট্রেন্ড মেনেই মিডিয়ার নজরদারি থেকে বাঁচতে হয়তো সত্যিই রোমানিয়ায় গিয়ে বিয়ে করেছেন সালমান।

মন্তব্য