জেএমবির সাজাপ্রাপ্ত তিন জঙ্গি ১১ বছর ধরে লাপাত্তা

9_124343

চট্টগ্রামে জেএমবির বোমা হামলায় সাজাপ্রাপ্ত তিন জঙ্গিকে ১১ বছরেও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। ২০০৫ সালের ১৭ আগস্ট চট্টগ্রামে অন্তত ১৯টি স্থানে বোমা হামলা চালায় জঙ্গি সংগঠনটি। এতে ১০ জন আহত হন। এ ঘটনায় নগরের আটটি থানায় বিস্ফোরক দ্রব্য আইনে আটটি মামলা করে পুলিশ। ২০০৯ সালে মামলাগুলোর রায় দেয় আদালত।

আদালত-সূত্রে জানা গেছে, নগরের কোতয়ালী থানার কাজির দেউড়ি এলাকায় আবদুল হাই নামের একজন আহতের ঘটনায় করা মামলায় ২০০৯ সালের ১৬ আগস্ট রায় ঘোষণা করে চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনাল। এতে জেএমবির চট্টগ্রামের তৎকালীন সামরিক কমান্ডার জাবেদ ইকবাল ওরফে মোহাম্মদ ও আলাউদ্দিন ওরফে রুবেলকে ১০ বছর করে কারাদণ্ড দেন বিচারক।

এ ছাড়া বাকলিয়া, খুলশী, পাঁচলাইশ, হালিশহর, পাহাড়তলী ও ডবলমুরিং থানার মামলায় জাবেদ ইকবাল, জাহিদ ওরফে সুমন, দেলোয়ার হোসেন, আরশাদ আলম, জুলফিকার আলীকে ৫ থেকে ১০ বছর করে কারাদণ্ড দেয় আদালত।

সাজাপ্রাপ্ত জঙ্গিদের মধ্যে কারাগারে আছেন জাবেদ ও জুলফিকার আলী। চট্টগ্রামে ওই বোমা বিস্ফোরণের ঘটনায় করা আটটি মামলার মধ্যে সাতটিতেই তাকে সাজা দিয়েছে আদালত।

পুলিশ জানায়, সাজাপ্রাপ্ত আসামিদের মধ্যে আলাউদ্দিন ওরফে রুবেল, দেলোয়ার হোসেন ও জাহিদ ওরফে সুমন পলাতক। আলাউদ্দিন কোতোয়ালি থানার মামলায় এবং দেলোয়ার ও জাহিদ বাকলিয়া থানার মামলায় ১০ বছর করে সাজাপ্রাপ্ত। আর সাজা শেষ হওয়ায় ২০১৪ সালের ১৫ এপ্রিল মুক্তি পান আরশাদ আলম।

জানতে চাইলে চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (জনসংযোগ) আনোয়ার হোসেন ঢাকাটাইম্‌সকে বলেন,  ‘জেএমবির বোমা হামলা মামলায় সাজাপ্রাপ্ত জঙ্গিদের গ্রেপ্তারে পুলিশের চেষ্টা চলছে। আর সাজা শেষে মুক্তি পাওয়া জঙ্গিদের ওপরও পুলিশের নজরদারি আছে।’

মন্তব্য