থাইল্যান্ডে স্কুল হোস্টেলে আগুন, ১৭ শিক্ষার্থীর মৃত্যু
ঢাকা : থাইল্যান্ডের উত্তরাঞ্চলীয় একটি স্কুল সংলগ্ন ছাত্রী হোস্টেলে আগুন লেগে অন্তত ১৭ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শিক্ষার্থীদের বয়স ৫ থেকে ১৩ বছরের মধ্যে। হোস্টেলটিতে মোট ৩৮ জন শিক্ষার্থী ছিল।
রোববার (২২ মে) বিকেলে বেসরকারিভাবে পরিচালিত এ স্কুলটিতে আগুন লাগে। এ সময় শিক্ষার্থীদের অনেকে ঘুমিয়ে ছিল। এ রিপোর্ট লেখা পর্যন্ত দুই শিক্ষার্থীকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। আগুনে আহত হয়েছে আরও ৫ শিক্ষার্থী।
স্থানীয় এক কর্মকর্তাকে উদ্ধৃত করে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, দেশটির উত্তরাঞ্চলীয় সিয়াং রাই এলাকার পিথাক্ষিয়াত স্কুল সংলগ্ন দ্বিতল ভবনে এ আগুন লাগে। খবর পেয়ে স্থানীয় ফায়ার ব্রিগেডের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
পুলিশ কর্মকর্তা প্রায়াদ সিঙসিন সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ নিয়ে তদন্ত চলছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।
চিয়াং রাইয়ের ডেপুটি গভর্নর সংবাদ মাধ্যমকে বলেছেন, জেগে থাকায় কয়েকজন শিক্ষার্থী বেরিয়ে আসতে পেরেছে। ঘুমিয়ে থাকা শিক্ষার্থীরা আগুনে পুড়ে মারা গেছে বলে জানান তিনি।
স্থানীয় ইংরেজি দেনিক দ্য নেশন জানিয়েছে, আগুনে পুড়ে নিহত শিক্ষার্থীদের মরদেহ পাশের একটি হাসপাতালে পাঠানো হয়েছে। নিখোঁজ শিক্ষার্থীদের অনুসন্ধান চলছে। বেসরকারি এ স্কুলের প্রায় সব শিক্ষার্থী ক্ষুদ্র নৃগোষ্ঠীদের সন্তান।